HSC Unit: 12; Lesson : 3; The Giant Panda
Though they are one of the most beloved animal species on Earth, pandas aren’t safe from the devastating effects of climate change.
যদিও পান্ডারা পৃথিবীর অতিপ্রিয় প্রাণী প্রজাতি, তথাপি এরা জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব থেকে নিরাপদ নয়।
According to a new study, projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas.
এক নতুন গবেষনা অনুসারে, আগামী শতাব্দীতে চীনে সম্ভাব্য তাপমাত্রা বৃদ্ধি বিপদাপন্ন পান্ডারদের খাদ্যের একমাত্র উৎস বাঁশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করবে।
Ninety-nine percent of a panda’s diet is bamboo and an adult panda needs around 38 kilograms of bamboo every day. Only if bamboo can move to new habitats at higher elevations will pandas stand a chance of survival, the researchers said.
একটি পান্ডার খাদ্যের ৯৯ শতাংশ হচ্ছে বাঁশ এবং একটি পূর্ণবয়স্ক পান্ডার জন্য প্রতিদিন প্রায় ৩৮ কিলোগ্রাম বাঁশের প্রয়োজন। শুধু যদি বাঁশ নতুন নতুন ¯থানে উচ্চ হারে জন্মানো যায়, তাহলে পান্ডারা অক্ষতভাবে টিকে থাকার একটি সুযোগ পাবে, গবেষকরা বলেন।
However, if conservation programs wait too long, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world.
যাহোক, যদি সংরক্ষণ কর্মসূচিগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে, তাহলে মানব বসতি এবং কর্মকান্ডসমূহ একটি উষ্ণ হতে থাকা পৃথিবীতে বাঁশকে সহযোগিতা দানে সক্ষম এমন নতুন স্থান গ্রাস করে নিতে পারে।
“It is tough, but I think there’s still hope, if we take action now,” said research team member Jianguo Liu … “If we wait, then we could be too late.”
”এটা কঠিন, কিন্তু আমি মনে করি এখনো আশা আছে, যদি আমরা এখন পদক্ষেপ গ্রহণ করি,” গবেষণা দলের সদস্য জিয়াংজু লিউ বলেন ”যদি আমরা অপেক্ষা করি, তাহলে আমরা খুব বেশি দেরি করে ফেলতে পারি।”
The researchers used various climate-change models to project the future for three bamboo species relied on by pandas in the Qinling Mountain region of China, which represents about a quarter of the total remaining panda habitat.
গবেষকরা চীনের কুইলিং পর্বত অঞ্চলে, যে অঞ্চলটি পুরো অবশিষ্ট পান্ডা বসতির প্রায় এক-চতুর্থাংশের সমান, সেখানে বসবাসকারী পান্ডাদের ওপর নির্ভর করে তিন প্রজাতির বাঁশের জন্য ভবিষ্যত পরিকল্পনা করার লক্ষ্যে নানা প্রকার জলবায়ু পরিবর্তন নমুনা ব্যবহার করেছেন।
These models varied in their specific predictions, but each forecasted some level of temperature rise within the coming century.
এ নমুনাগুলো তাদের সুনির্দিষ্ট ভবিষৎদ্বাণীগুলোর ক্ষেত্রে পৃথক পৃথক ছিল, কিন্তু প্রত্যেকটি নমুনাই আসন্ন শতাব্দীতে কিছু মাত্রার তাপমাত্রা বৃদ্ধির ভবিষৎদ্বাণী করেছিল।
The results suggest that if the bamboo is restricted to its current distribution area, between 80 and 100 percent of it will disappear by the end of the 21st century, because it won’t be able to grow under the increased temperatures.
ফলাফল পরামর্শ দেয় যে, যদি বাঁশ উৎপাদনকে এর বর্তমান উৎপাদন এলাকগুলোতে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে ৮০ থেকে ১০০ শতাংশ বাশ অদৃশ্য হয়ে যাবে ২১ শতকের মধ্যে কারণ এগুলো ক্রমোবর্ধমান তাপমাত্রায় এই বাঁশ জন্মাতে পারে না।
If, however, bamboo can move into new, cooler areas (which will reach the same temperatures as current bamboo habitats due to warming), then there is hope.
যাহোক, বাঁশ উৎপাদন যদি অধিকতর শীতল স্থানগুলোতে স্থানান্তর করা যায় (যে স্থান উষ্ণায়নের ফলে বর্তমান বাঁশের বসতিস্থলের মতো তাপমাত্রা পৌছাবে), তাহলে আশা আছে।
However, all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse-gas emissions in the future.
যা হোক, সবকিছু নির্ভর করে মানুষ ভবিষ্যৎে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে কতটা কমাতে পারে তার ওপর।
Many pandas in the wild currently live in nature reserves protected from human encroachment. However, almost all of the land encompassed by those reserves will be unsuitable for the bamboo if the temperatures rise as predicted.
বর্তমানে অনেক পান্ডা অরণ্যে মানুষের জবরদখল থেকে সুরক্ষিত প্রাকৃতিক অভয়ারণ্যে বাস করছে। যাহোক, ঐ অভয়ারণ্যেগুলো দ্বারা পরিবেষ্টিত প্রায় সকল জমি/ ভূমি বাঁশের জন্য অনুপযোগী হয়ে পড়বে যদি ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পায়।
But if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, then it may be possible to preserve the land the pandas will need.
কিন্তু যদি সংরক্ষণকারীরা এখনই বাঁশের বসতি¯থল পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যৎে এ অভিয়ারণ্যগুলো স্থানান্তররের পরিকল্পনা করে রাখে, তাহলে পান্ডাদের জন্য প্রয়োজনীয় ভূমি সংরক্ষণ করা সম্ভব হবে।
And climate change is not the only challenge facing giant pandas, one of the most endangered species in the world, researchers say.
আর জলবায়ু পরিবর্তনই একমাত্র চ্যালেঞ্জ নয় যা বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতি বৃহৎ পান্ডা মোকাবিলা করেছে, গবেষক বলেন।
Human activities have already severely limited the animals’ habitats, and their dependence on a single source of food, one that is not that nutrient – or energy – rich, doesn’t help.
মানবজাতির কর্মকান্ড সমূহ ইতোমধ্যে এ প্রাণীদের বসতি এবং তাদের খাদ্যের একমাত্র উৎসের ওপর নির্ভরতা মারাত্মকভাবে সীমিত করছে, যে উৎস পুষ্টি বা শক্তি সমৃদ্ধ নয়- আর এটি তেমন কেনো কাজেই আসবে না।
In addition to their native habitats in China, pandas live around the world in zoos and breeding centers. But Liu doesn’t predict a bright future for the bears if they lose their wild habitats.
পান্ডারা তাদের মূল বসতিস্থল চীন ছাড়াও বিশ্বের সর্বত্র চিড়িয়া খানা সমূহে এবং প্রজননকেন্দ্রগুলোতে বাস করে। কিন্তু লিউ ভালুকগুলোর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার কথা বলে না যদি তারা তাদের বন্য-বসতি হারায়।
“To really protect pandas, you cannot just stick [them] into a breeding center or a zoo,” he said, noting that the animals’ genetic diversity would suffer, among other issues. “That’s not a long-term solution.”
অনান্য বিচার্য বিষয়গুলোর মধ্যে এ প্রাণীদের জেনেটিক বৈচিত্র ক্ষতিগ্রস্থ হবে’- এ বিষয়টির প্রতি নির্দেশ করে তিনি বলেন, ”পান্ডাদেরকে প্রকৃতপক্ষে রক্ষা করতে আপনি [তাদেরকে] শুধু একটি প্রজনন কেন্দ্রে বা চিড়িয়াখানায় ঢুকিয়ে দিতে পারেন না।” ওটা কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়।”
English | বাংলা |
New Word
1. According 2. Adult 3. Attitude 4. Breading 5. Devastating 6. Elevation 7. Optimistic 8. Pessimistic |
নতুন শব্দ
১। অনুযায়ী, অনুসারে ২। প্রাপ্ত বয়স্ক, পূর্ণ বয়স্ক ৩। আচরণ, দৃষ্টিভঙ্গি ৪। জন্মদান, প্রজনন ৫। বিধ্বংসী, ধ্বাংসাত্মক ৬। উচ্চতা, উন্নয়ন ৭। আশাবাদী ৮। নৈরাশ্যবাদী, হতাশাবাদী |
English | বাংলা |
9. Prediction
10. Projected 11. Specialist 12. Survival 13. Tough 14. Dependence 15. Distribution 16. Diversity 17. Emission |
৯। ভবিষ্যদ্বাণী
১০। অভিক্ষিত, পরিকল্পিত ১১। বিশেষজ্ঞ ১২। টেকা, বাঁচা ১৩। কঠিন ১৪।নির্ভরতা, ভরসা ১৫। বণ্টন, বিতরণ ১৬। বিভিন্নতা ১৭।নির্গমন |
English | বাংলা |
18. Encompassed
19. Encroachment 20. Endangered 21. Extent 22. Giant 23. Protect 24. Restricted 25. Unsuitable |
১৮। বেষ্টিত
১৯। অনধিকার প্রবেশ, বলপূর্বক দখল ২০। বিপন্ন, আপদগ্রস্থ ২১। ব্যপ্তি, বিস্তার, প্রসার, সীসা ২২। অতিকায় বিকট, বিশাল ২৩। রক্ষা করা, প্রতিরক্ষা করা ২৪। সীমাবদ্ধ, সংকৃচিত ২৫। অনুপযোগী |