HSCHSC Seen

HSC Unit : 9 Lesson: 1; What is Diaspora?

The term ‘diaspora’ is used to refer to people who have left their homelands and settled in other parts of the world; either because they were forced to do so or because they wanted to leave on their own.

যারা স্বেচ্ছায় বা বাধ্য হয়ে মাতৃভূমি ছেড়ে বিশ্বের অন্যান্য দেশে স্থায়ী হয়েছেন তাদেরকে বোঝাতে ‘অভিবাসী’ শব্দটি ব্যবহৃত হন, এর কারণ হয় তারা বিতাড়িত হন অথবা তারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করেন।

The word is increasingly used for such people as a collective group and/ or a community.

এ শব্দটি ক্রমবর্ধমানভাবে এসব লোকের সমষ্টিকে এবং/ অথবা একটি সম্প্রদায়কে বোঝাতে ব্যবহৃত হচ্ছে।

The world has seen many diasporas but scholars have been studying the phenomenon with great interest only in recent decades.

বিশ্ব এ যাবৎ অভিবাসনের অনেক ঘটনাই প্রত্যক্ষ করেছে কিন্তু শুধু সাম্প্রতিক দশকগুলোতে বিজ্ঞ সমাজ এ বিষয়ে আগ্রহ নিয়ে গবেষণা করছেন।

Among the great diasporas of history is that of the Jewish people, who were forced to leave their lands in ancient times.

ইতিহাসের বড় অভিবাসনের ঘটনাসমূহের মধ্যে ইহুদি জনগোষ্ঠীই সবচেয়ে বড় যারা প্রাচীনকালে তাদের নিজ ভূমি ছাড়তে বাধ্য হয়েছিল।

The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, although the causes of this diaspora are unclear.

মধ্য ইউরোপ থেকে হাজার হাজার বছর পূর্বে আর্যদের ভারতীয় উপমহাদেশ আগমনও একটি উল্লেখযোগ্য অভিবাসন, যদিও এই অভিবাসনের কারণ অস্পষ্ট।

In twentieth-century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leader because of the plight of Palestinians.

বিংশ শতাব্দীর ইতিহাসে ফিলিস্তিনিদের অভিবাসন ব্যাপক দৃষ্টি আকর্ষন করেছে এবং ফিলিস্তিনিদের দুর্দশার কারণে বিশ্বনেতাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

There have been massive diasporas in Africa, too, over the centuries, either because of war or because of the ravages of nature.

শতাব্দীর পর শতাব্দী আফ্রিকাতেও ব্যাপক অভিবাসন হয়েছে হয়তো যুদ্ধে কারণে, নয়তো প্রকৃতির ভয়াবহতার কারণে।

But the chief reason why the phenomenon of the diaspora is attracting so much attention now is globalization.

কিন্তু বর্তমানে অভিবাসন বিষয়টি বেশি আকর্ষণীয় হওয়ার মূল কারণ হচ্ছে বিশ্বায়ন।

English বাংলা
Vocabulary

1.Diaspora

2.Collective

3.Phenomenon

4.Decades

5.Jewish

6.Sub-continent

7.Noteworthy

শব্দ সমাহার

1.আসল জন্মস্থান বা মাতৃভূমি ছেড়ে অন্য

জায়গায় বা দেশে বসবাসকারী লোকজন;

অভিবাসী;.

2. /noun/ সমবেত্‌; যৌথ। সমষ্টিবাচক

3. /noun/ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু; দৃশ্যমান বিষয়; প্রপঞ্চ;

4. /noun/ দশক; পরপর দশ বত্সর;

5. /|A / ইহুদী জাতীয়;

6. উপমহাদেশ;

7. /adj/ উল্লেখযোগ্য লক্ষণীয়

 

English বাংলা
Vocabulary

8. Plight

9. Massive

10. Globalization

শব্দ সমাহার

8. /verb/ অবস্থা, দুরবস্থা

9. /adj/ প্রকান্ত, বৃহৎ-দর্শন

10./noun/ wek¦vqb