JSC Unit: 5; Lesson 2(B); The Historic 7 March Speech
Bangabandhu Sheikh Mujib Rahman delivered his most iconic speech at the Race Course Maidan (now Suhrawardy Udyan) on 7 March 1971.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর জীবনের যুগান্তকারী/ সবচেয়ে বিখ্যাত ভাষণ দেন।
He called on his fellow countrymen to get ready for independence. On the day, a million people gathered there to listen to their great leader.
তিনি তাঁর দেশবাসীকে স্বাধীনতার জন্য প্রস্তুত হতে আহবান জানান। সেদিন দশ লক্ষ লোক তাদেঁর মহান নেতার ভাষণ শোনার জন্য সমবেত হন।
It was this speech that encouraged the freedom-seeking Bangalees to prepare for the Liberation War.
এই ভাষণই স্বাধীনতাকামী বাঙালিদের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হতে অনুপ্রানিত করছিল।
The 19 minute speech has been recognized by UNESCO as one of the world’s most important documentary heritages.
১৯ মিনিটের এই ভাষণটি ইউনেস্কো কর্তৃক পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য অন্যতম হিসেবে স্বীকৃত হয়েছে।
UNESCO added the speech to the Memory of the World Register as a documentary heritage on 30 October 2017, giving it a legendary status. Irina Bokova, Director General of UNESCO on 30 October 2017, giving it a legendary status.
ইউনেস্কোর ২০১৭ সালের ৩০ অক্টোবর ভাষণটিকে দালিলিক ঐতিহ্য হিসেবে Memory of the World Register –এ সংযুক্ত করে। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকাভা প্যারিসে এর সদর দফতরে সিদ্ধান্তটির ঘোষণা দেয়।
UNESCO official website says that, “ ….. The speech effectively declared the independence of Bangladesh. ….. The speech was extempore and there was no written script ……..”
ইউনেস্কোর দাফতরিক ওয়েবসাইটে বলা হয়েছে যে, —- ভাষণটি কার্যত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল।—- এটি ছিল উপস্থিত বক্তৃতা এবং কোন লিখিত পান্ডুলিপি ছিল না—-।
He started his speech with these words. “today, I appear before you with a heavy heart. You know everything and understand as well.
তিনি এই শব্দগুলো দিয়ে তাঁর ভাষন শুরু করেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আপনারা সবই জানেন এ বোঝেন।
We tried with our lives. ……. Today the people of Bengal want freedom, the people of Bengal want to survive, and the people of Bengal want to have their rights……..”
আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। …. আজ বাংলার সানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।
English | বাংলা |
Vocabulary
1.Deliver (v) 2.Iconic (adj) 3.Fellow (adj) 4.Countrymen (n) 5.Encourage (v) 6.Freedom –seeking (adj 7.Recognize (v) |
শব্দসমাহার
1.বক্তব্য দেওয়া 2.শ্রেষ্ঠ, সবচেয়ে বিখ্যাত 3.একই শ্রেণির 4.দেশবাসী, স্বদেশবাসী 5.অনুপ্রানিত করা 6.স্বাধীনতাকামী 7.স্বীকৃতি প্রদান করা |
English | বাংলা |
08. Documentry (adj)
09. Heritage (v) 10. Legendary (adj) 11. Status (n) 12. Announce (v) 13. Headquarters (n) 14. Script (n) |
০৮. দালিলিক. প্রামাণিক
০৯. ঐকিহ্যসমূহ ১০. বিখ্যাত, কিংবদন্তির ১১. মর্যাদা, সামাজিক অবস্থান ১২. ঘোষণা করা ১৩. সদর দপ্তর ১৪. পান্ডুলিপি |
English | বাংলা |
16. Survive (v)
17. Rights (n) 18. Extempore (ad) |
১৬. বেঁচে থাকা
১৭. অধিকারসমূহ 18. পূর্বচিন্তা বা পূর্ব প্রস্তুতি ছাড়াই |