JSC Seen📖Class VIII

JSC Unit: 7; Lesson-3(B); River Gypsies in Bangladesh

River gypsies are an ethnic group in Bangladesh. They are known as bedey to local people.

বাংলাদেশের নদীবাসী যাযাবরেরা হচ্ছে এক নৃতাত্বিক জনগোষ্ঠী। স্থানীয় লোকদের নিকট তারা বেদে নামে পরিচিত।

The gypsies have their own lifestyle and culture. They live in groups and do not own any land.

বেদেদের আছে তাদের নিজস্ব জীবনরীতি ও সংস্কৃতি। তারা জোট বেঁধে বাস করে- তাদের কোন জমিজমা নেই।

Therefore, they live a nomadic life travelling from one place to another. These people roam across our rivers and waters from May to December in small country boats.

সুতরাং স্থান থেকে স্থানান্তর চলাচল করে  তারা যাযাবরের মতো জীবনযাপন করে। এসব লোক মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছোট ছোট দেশি নৌকায় নদনদী জলাভূমির এপার-ওপার ঘুরে বেড়ায়।

These boats are their houses and these people are a part of our waters. In winter, many water bodies dry up. At that time they return to the mainland and live in make-shift tarpaulin tents on open river banks.

এই নৌকাগুলোই তাদের বাড়িঘর এবং এসব লোক নদীরই একটা অংশ। শীতকালে অনেক জলাভূমি শুকিয়ে যায়। সে সময়ে তারা আমাদের প্রধান ভূখন্ডে ফিরে আসে এবং খোলা নদীর তীরে অস্থায়ীভাবে তারপলিনের তৈরি স্থানান্তরযোগ্য তাবুতে বাস করে।

You can see their men relaxing in the tents. Toddlers play with dogs or other pets in the dust. Women often idle away time by hair doing, picking off lice in twos or threes sitting in a row.

তোমরা তাদের পুরুষদেরেক তাঁবুর মধ্যে আরাম করতে দেখতে পাবে। শিশুরা কুকুর কিংবা অন্যান্য পোষা প্রানীর সঙ্গে ধূলোবালিতে খেলা করে। মহিলারা দু-তিনজন করে সারি বেঁধে বসে চুল আঁচড়িয়ে ও উকুন বেছে অলসভাবে সময় কাটায়।

Throughout the monsoon, they remain busy with fishing. They also dive for natural pearls in waters.

সারা বর্ষায় তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। প্রাকৃতিক মুক্তা আহরণের জন্যেও তারা পানিতে ডুব দেয়।

Sometimes, they camp for a couple of weeks. Men catch snakes and entertain people with snake charming and sell herbal cures.

মাঝে মাঝে তারা কয়েক সপ্তাহের জন্য ক্যাম্প স্থাপন করে।পুরুষেরা সাপ ধরে ও সাপের খেলা দেখিয়ে মানুষকে আনন্দদান করে এবং গাছ-গাছড়ার ওষুধ বিক্রি করে।

Women go from door to door to sell bangles, cosmetics and other things. They also try to heal pains of old people often by sucking out blood from their body.

মহিলারা হাতের চুড়ি, প্রসাধন সামগ্রী ও অন্ন্যান্য জিনিসপত্র বিক্রি করার জন্য দ্বারে দ্বারে যায়। তারা প্রায়ই বয়স্ক লোকদের শরীর থেকে রক্ত চুষে বের করে দিয়ে ব্যাথা উপশম করার চেষ্টা করে।

Many villagers believe in the magical power of the gypsies . They can an evil spirit leave someone’s body by magic or special Powers.

অনেক গ্রামবাসী বেদেদের জাদুমন্ত্র বলে কিংবা বিশেষ শক্তির মাধ্যমে কারো শরীর থেকে প্রেতাত্মা তাড়িয়ে দিতে পারে।

English বাংলা
Vocabulary

01.  Gypsy (n)

02.  Ethnic (adj)

03.  Nomadic (adj)

04.  Roam (v)

05.  Tarpaulin (n)

06.  Talisman (n)

07.  Lifestyle (n)

08.  Travelling (v)

09.  Relax (v)

10.  Toddlers (n)

11.  Monsoon (n)

12.  Remain (v)

13.  Entertain (v)

14.  Snake-charming (n. ph)

15.  Bangles (n)

16.  Believe (v)

17.  Magical (adj)

18.  Evil spirit (n. ph)

19.  Special (adj)

20.  Heal (v)

শব্দ সমাহার

০১. যাযাবর, বেদে

০২. নৃতাত্বিক, বিমেষ সংস্কৃতির অদিকারী কোনো শ্রেণি সম্পর্কিত

০৩. যাযাবর জাতীয়

০৪. ঘুরে বেড়ানো

০৫. পানি অভেদ্য মোটা ক্যাম্বিশ কাপড়

০৬. তাবিজ, কবজ

০৭. জীবনযাপন রীতি

০৮. ভ্রমণ করিয়া

০৯. আরাম করিয়া

১০. শিশুরা

১১. মৌসুমি বায়ু, বর্ষাকাল

১২. থাকা

১৩. অ্যাপায়ন করা, বিনোদন দান করা

১৪. সাপের খেলা

১৫. চুড়ি, বালা, মল

১৬. বিশ্বাস করা

১৭. জাদুসংক্রান্ত, জাদুকরি

১৮. প্রেতাত্মা, ভূতপ্রেত ইত্যাদি

১৯. বিশেষ

২০. নিরাময় করা, আরোগ্য দানকরা