Unit :12; Lesson: 3 (A); The Return of The Native
Michael Madhusudan Dutt was a popular 19th-century Bengali poet and dramatist. He was born in Sagordari on the bank of the Kopotaksho River, a village in Keshobpur Upozila under Jessore district.
মধুসূদন নামে সমাধিক পরিচিত মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত কবি ও নাট্যকার ছিলেন। তিনি যশোর জলোর কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রঞণ করেন।
From an early age, Dutt aspired to be an Englishman in form and manner. Though he was born in a sophisticated Hindu family, he took Christianity as a young man, much to the ire of his family, and adopted the first name Michael.
অল্প বয়স থেকেই দত্ত চাল চলনে একজন ইংরেজ হওয়ার আকাঙ্খা পোষণ করতেন। যদিও তিনি একটি অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তথাপি অনেকটা তাঁর পরিবারের ক্ষোভের মধ্যেও তিনি কিশোর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং নামের প্রথমাংশে মাইকেল অবলম্বন করেন।
In his childhood, he was recognised by his teachers as a precious child with a gift of literary talent. His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners and intellect.
তার শৈশবে তাঁর শিক্ষকদের নিকট থেকে তিনি সাহিত্যে প্রতিভাসম্পন্ন মূল্যবান শিশু হিসেবে স্বীকৃতি পান। গৃহে ও কলেজে ইংরেজি শিক্ষা ও ইউরোপিয়ান সাহিত্যে তার বিচরণ তাকে ইংরেজদের রুচিম আচরণ ও মেধাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল।
Since his adolescence he started believing that he was born on the wrong side of the planet, and that his society was unable to appreciate his intellect. He also believed that the West would be more receptive to his creative genius.
কৈশোর থেকেই তিনি মনে করতে শুরু করেন যে, তিনি পৃথিবীর ভুল প্রান্তে জন্মগ্রহণ করেছেন এবং তার সমাজ তাঁর মেধাকে মূল্যায়ন করতে অক্ষম। তিনি আরও বিশ্বাস করতেন যে, পশ্চিমা বিশ্ব তার সৃজনশীল মেধার প্রতি আরও অনুপ্রণিত করেছিল।
Michael was an ardent follower of the famous English poet Lord Byron. So after adopting Christianity, he went to Europe and started composing poetry and drama almost entirely in English. They proved his higher level of intellectual ability.
মাইকেল মধুসূদন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের অনুরক্ত অনুসারী ছিলেন। তার খিষ্ট্রধর্ম গ্রহণের পর তিনি ইউরোপে চলে যান এবং ইংরেজিতে কবতিা ও নাটক লিখতে শুরু করেন। এগুলো তাঁর উচ্চতরবুদ্ধিবৃত্তি সংক্রান্ত যোগ্যতার প্রমাণ দেয়।
However, he failed to gain the right appreciation. With his utter frustrations he saw that he was not regarded as a native writer of English literature. Out of his frustration he composed a sonnet in Bangla “Kopotaksha Nad”, which earned him huge reputation in Bangla.
তবে তিনি সঠিক মূল্যায়ন অর্জন করতে ব্যর্থ হন। চরম হতাশার সাতে তিনি দেখলেন যে, ইংরেজি সাহিত্যের স্বগোত্রীয় লেখক হিসেবে তিনি গণ্য হলেন না। হতাশা থেকে তিনি বাংলায় ‘কপোতাক্ষ নদ” নামে একটি চতুর্দশপদী কবিতা লিখেন যা বাংলায় তাকেঁ অনেক খ্যাতি এনে দেয়।
Gradually he could realise that his true identity lies here in this Bengal and he was a sojourner in Europe. Afterwards he regretted his attraction for England and the Occident.
ক্রমশ তিনি উপলব্ধি করতে পারলেন যে, বাংলাতেই তাঁর সঠিক পরিচয় বা স্বীকৃতি রয়েছে এবং ইউরোপে ছিলেন একজন ভিনদেশী।
He came to Bengal and devoted himself to Bangla literature from this period. He is the poet to write the first Bangla epic Meghand Badh Kabya.
পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পশ্চিমা দেশগুলোর প্রতি আকর্ষণের জন্য অনুশোচনা করেন। তিনিই প্রথম বাংলা মহাকাব্য “মেঘনাদবধ কাব্য” লিখেন।
English | বাংলা |
Vocabulary
01. Dramatist (n) 02. Aspire (v) 03. Sophisticated (adj) 04. Ire (n) 05. Recognize (v) 06. Precious (adj) 07. Exposure (n) 08. Inspire (v) 09. Imitate (v) 10. Talent (n) 11. Adolescence (n) 12. Appreciate (v) 13. Receptive (adj) 14. Ardent (adj) 15. Frustration (n) 16. Reputation (n) 17. Sojourner (n) 18. Fascination (n) |
শব্দ সমাহার
০১. নাট্যকার ০২. সাগ্রহে আকাঙ্খা করা ০৩. অভিজাত ০৪. ক্রোধ, কোপ, ক্ষোভ ০৫. চিনতে পারা ০৬. মূল্যবান ০৭. উদঘাটণ, ফাঁস, পরিচিতি, বিচরণ, প্রদর্শন ০৮. অনুপ্রাণিত করা ০৯. অনুকরণ করা ১০. মেধা, প্রতিভা ১১. বয়ঃসন্ধি, নব যৌবণ ১২. মূল্যায়ন করা ১৩. গ্রহণ করতে পারে এমন ১৪. অতি আগ্রহশীল, অনুরক্ত ১৫. হতাশা ১৬. খ্যাতি, সুনাম ১৭. ভিনদেশী ১৮. আকর্ষণ |