SSCSSC Seen

Unit: 13; Lesson: 1 (C); Media and E-Communications

Let’s imagine a citizen’s ordinary day at work. The morning probably starts with a cup of coffee/tea, followed by greeting the colleagues.

কর্মক্ষেত্রে একজন নাগরিকের সাধারণ একটি দিনের কথা কল্পনা করে দেখি। সকালটি সম্ভবত সহকর্মীদের শুভেচ্ছা জানানো পর চা বা কফি দিয়ে শুরু হয়।

Then comes the inevitable, which is the logging in the computer. For many of us the third step has become an automatic behavior and it dominates the rest of our work day, receiving and sending dozens of emails.

তারপরেই চলে আসে অপরিহার্য জিনসিটি  যা হচ্ছে কিনা কম্পিউটারে লগ ইন করা। আমাদের অনেকেরই কাছেই তৃতীয় ধাপটি একটি স্বয়ংক্রিয় আচরণে পরিণত হয়েছে এবং এটি আমাদের বাকি কর্মদিবস নিয়ন্ত্রণ করে, যা হলো ডজন ডজন ইমেইল গ্রহণ করা ও পাঠানো।

An e-mail is an electronic mail. It is a computer-aided way of exchanging digital text messages from a sender to one or multiple recipient/s. Emails operate through a network of computers linked by the Internet.

ই-মেইল হচ্ছে একটি ইলেকট্রনিক মেইল। এটি হচ্ছে কম্পিউটারের সাহায্যে একজন প্রেরক কে একজন বহু গ্রহীতার নিকট ডিজিটার লিখিত বার্তা বিনিময়ে একটি উপায়। ই-মেইল ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে।

There are commercial server agencies such as Yahoo, Gmail, Ymail, Hotmail, etc. that accept the text message from the sender, forward it and deliver instantly to the digital mailbox of the recipient.

ইয়াহু, জি-মেইল, ওয়াইমেইল, হটমেইল ইত্যাদির মতো বানিজ্যিক সেবা প্রদানকারী সংস্থা রয়েছে যেগুলো প্রেরকের নিকট থেকে লিখিত বার্তা গ্রহণ করে এটাকে পাঠিয়ে দেয় এবং তৎক্ষনাৎ গ্রহীতার যান্ত্রিক ইমেইল বক্সে প্রেরণ করে।

If the recipient is not online, the message is stored and delivered later when the recipient is online. It works instantly just with the click of your mouse.

যদি গ্রহীতা অনলাইনে না থাকে তাহলে বার্থাটি সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে প্রদান করা হয় যখন গ্রহীতা অনলাইনে থাকে। এটি তোমার মাউসের ক্লিক করার সাথে সাথেই তৎক্ষণিক কাজ করে।

It has been a powerful communication tool in modern life.

এটি আধুনিক জীবনে যোগাযোগের একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হয়েছে।

English বাংলা
Vocabulary

01.  Imagine (v)

02.  Ordinary (adj)

03.  Probably (adv)

04.  Greeting (n)

05.  Inevitable (adj)

06.  Dominate (v)

07.  Exchange (v)

08.  Recipient (n)

09.  Operator (v)

10.  Accept (v)

11.  Instantly (adv)

12.  Communication (v)

শব্দ সমাহার

০১. কল্পনা করা

০২. সাধারণ

০৩. সম্ভবত

০৪. সম্ভাষণ

০৫. অপরিহার্য

০৬. নিযন্ত্রণ করা

০৭. বিনিময় করা

০৮. গ্রাহক, যে গ্রহন করে

০৯. চালানো করা

১০. গ্রহণ করা

১১. তৎক্ষনাত

১২. যোগাযোগ