Unit-6; Lesson-4; India: Utility in diversity
India is our closet neighbour. It is the largest among South Asian Countries. In fact, India is the seventh largest country in the world with an area of 3,287,590 square kilometres.
ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি বৃহত্তম দেশ। প্রকৃতপক্ষে, ভারত পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ, যার আয়তন ৩,২৮৭,৫৯০ বর্গকিলোমিটার।
India is bounded by the Indian Ocean on the South, the Arabian Sea on the West, and the Bay of Bengal on the East. It is bordered by Pakistan to the West; China, Nepal, and Bhutan to the North; and Bangladesh and Myanmar to the East.
ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর ঘিরে আছে। এর পশ্চিম সীমান্তে আছে পাকিস্তান, চীন, নেপাল ও ভুটান রয়েছে উত্তর দিকে এবং বাংলাদেশ ও মায়ানমার রয়েছে পূর্ব সীমান্তে।
India is the world’s second most populous country after China. Its current population as in 2010 is around 1.15 billion. New Delhi is the capital of India and about 13 million people live in the capital.
পৃথিবীতে ভারত জনসংখ্যার দিক দিয়ে চীনের পর দ্বিতীয় বৃহত্তম দেশ। এর জনসংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন। নয়া দিল্লি এর রাজধানী এবং প্রায় ১৩ মিলিয়ন মানুষ এই নগরীতে বসবাস করে।
India is a land of ancient civilization. The social, economic, and cultural configurations of this vast country are the products of a long process of regional expansion. Indian history begins with the birth of the Indus Valley Civilization and the coming of the Aryans.
ভারত প্রাচীন সভ্যতার দেশ। এই বৃহৎ দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র ইতিহাস প্ররিক্রমায় বিভিন্ন জাতির আক্রমণের ফল। ভারতের ইতিহাস শুরু হয়েছে সিন্ধু সভ্যতার জন্মের এবং আর্য জাতির আগমনের সাথে।
During this period Aryan culture flourished in this part of the world. The fifth century saw the unification of India under Ashoka, and it is in his time that Buddhism spread in many parts of Asia. In the eighth century, Islam came to India for the first time and by the eleventh century it had firmly established itself.
এ সময়ে আর্য জাতির সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে পৃথিবীর এ অংশে। পঞ্চম শতাব্দীতে লক্ষ করা যায় অশোকের ভারত একত্রীকরণ এবং এ সময়েই বৌদ্ধধর্ম এশিয়ার বিভিন্ন স্থানে প্রসার লাভ করে।অষ্টম শতাব্দীতে ইসলাম ভারতর প্রথম আসে এবং একাদশ শতাব্দীর মধ্যে এই ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে।
It resulted into the formation of the Delhi Sultanate in 1206 by Qutbud din Aybek. This was finally succeeded by the Mughal Empire in 1526, under which India once again achieved a large measure of political unity.
১২০৬ সালে কুতুব-উদ-দীন আইবেক দিল্লির সালতানাত গঠন করেন। শেষ পর্যন্ত এর উত্তরসূরি হিসাবে মুঘল সম্রাজ্য শুরু হয় ১৫২৬ সালে, যার অধীনে আবার ভারত এক বিশাল রাজনৈতিক একতা লাভ করে।
It was in the 17th century that the Europeans came to India. This coincided with the disintegration of the Mughal Empire, paving the way for for supremacy of English, the French, the Duttch and the Portuguese who were vying with each other to gain control of India.. In the contest for supremacy, the English emerged as the ‘victors’.
সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়রা ভারতে আসে। এই আগমন মোগল রাজত্বের ভাঙনের সময় সংঘঠিত হয়, যা নিজেদের মধ্যে ভারতের কর্তৃত্ব গ্রহণের বিষয়ে দ্বন্দ সৃষ্টিকারী ইংরেজ, ফরাসি, ডাচ এবং পর্তুগিজদের আধিপত্য বিস্তারের পথ করে দেয়। এবং এই দ্বন্দে ইংরেজরাই বিজয়ী হিসাবে আর্বিভূত হয়।
In 1774 Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. In 1876 Queen Victoria was given the title Empress of India by the British parliament and India came under the British rule completely.
১৭৭৪ সালে ওয়ারেন হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক ভারতের প্রথম গর্ভনর জেনারেল নিযুক্ত হন। ১৮৭৬ সালে ব্রিটিশ আইনসভা রানি ভিক্টোরিয়াকে ভারতের মহারানি থেতাব দেয় এবং এ সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে আসে।
They ruled India for nearly two hundred years. This period was marked by India’s struggle for independence. Through a series of heroic and patriotic movements to restore freedom, India got its independence in 1947.
ব্রিটিশরা প্রায় দুশ বছর ধরে ভারত শাসন করে। এই সময়কাল ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিসেবে চিহ্নিত। স্বাধীনতা পুনরুদ্ধারের অনেক বীরত্বপূর্ণ ও দেশাত্মবোধক আন্দোলনের মাধ্যমে ভারত ১৯৪৭ সালে তার স্বাধীনতা লাভ করে।
The culture of India is one of the oldest and unique in the world. In India, there is amazing cultural diversity throughout the country. The South, North, and Northeast have their own distinct cultures and almost every state has carved out its own cultural distinction.
ভারতের সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম ও অনন্য সংস্কৃতিগুলোর অন্যতম। দেশজুড়ে চমকপ্রদ সাংস্কৃতিক বৈচিত্র পরিলক্ষিত হয়। দক্ষিণ, উত্তর ও উত্তর পূর্ব এলাকার স্বতন্ত্র সংস্কৃতি আছে এবং প্রায় প্রত্যেক রাজ্যই নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি গড়ে তুলছে।
There is hardly any culture in the world that is as varied and unique as India. There are 17 major languages and 844 dialects used by the people of India. India is a tourists’ delight.
পৃথিবীতে খুব কম দেশেই ভারতের মতো এ রকম বৈচিত্রময় ও অনন্য সংস্কৃতি আছে। ভারতের জনগণ ১৭টি ভাষা ও ৮৪৪ টি আঞ্চলিক ভাষা ব্যবহার করে। ভারত পর্যটকদের একটি আনন্দস্থল।
The Taj Mahal, Fatehpur Sikri, The Qutab Minar and the Red Fort are a few of the many wonders which attract people from all over the world. Kashmir has been described as a paradise on earth.
তাজমহল, ফতেহপুর সিকরি, কুতুব মিনার এবং লাল কেল্লা হলো কিছু সংখ্যক চমকপ্রদ স্থান, যা মানুষকে আকৃষ্ট করে। কাশ্মীরকে ভূস্বর্গ বলে বর্ণনা করা হয়।
The country of mountains, valleys, deserts, rivers and lakes offer the richness of a mini world within a single country. Ooty, Nilgiris and the temples of South India, as also Kajuraho, Ajanta and Ellora caves are the places one can explore in India.
পাহাড়, উপত্যকা, মরুভূমি, নদী ও হ্রদের দেশ ভারত, একটি দেশের মধ্যে ছোট পৃথিবীর প্রাচুর্য ধারন করছে। নীলগিরি পর্বত, উটি ও দার্জিলিং- এর মতো পাহাড়ি স্টেশনসমূহ এবং দক্ষিণ ভারত ও ইলোরা গুহার মন্দিরসমূহ হচ্ছে ভারতের এমন জায়গা, যেখানে যে কেউ সহজেই ঘুরে বেড়াতে পারে।
English | বাংলা |
Vocabulary
1.Bounded (adj) 2.Brodered (adj) 3.Populous (adj) 4.Around (Adv) 5.Ancient (adj) 6.Civilization (n) 7.Flourish (v) 8.Unification (n) 9.Spread (v) 10. Firmly (adv) |
শব্দতালিকা
০১.সীমাবদ্ধ ০২. সীমাবদ্ধ ০৩. জনবহুল ০৪. প্রায়, কাছাকাছি ০৫. প্রাচীন, পুরাতন ০৬. সভ্যতা ০৭. উন্নতি করা ০৮. একত্রীকরণ, মিলন ০৯. ছড়িয়ে পড়া ১০. দৃঢ়ভাবে |
English | বাংলা |
11. Establish (v)
12. Empire (n) 13. Measure (n) 14. Political (adj) 15. Unity (n) 16. Social (adj) 17. Economic (adj) 18. Cultural (adj) 19. Coincide (v) 20. Disintegration (n) 21. Supremacy (n) 22. Emerge (v) |
১১. প্রতিষ্ঠা করা
১২. সাম্রাজ্য ১৩. পরিমাপ ১৪. রাজনৈতিক ১৫. ঐক্য ১৬. সামাজিক ১৭. অর্থনৈতিক ১৮. সাংস্কৃতিক ১৯. একই সময়ে ঘটা ২০. ভাঙন, বিচ্ছিন্নতা ২১. আধিপত্য, প্রাধান্য ২২. বেরিয়ে আসা, দৃষ্টি গোচর হওয়া |
English | বাংলা |
35. Wonder (n)
36. Mountain ( n) 37. Desert (n) 38. Temple (n) 39. Explore (v) 40. Rule (v) 41. Movement (n) 42. Mark (v) 43. Restore (v) |
৩৫. বিষ্ময়
৩৬. পাহাড় ৩৭. মরুভূমি ৩৮. মন্দির ৩৯. ভ্রমণ করা ৪০. শাসন করা ৪১. আন্দোলন ৪২. চিহ্নিত করা ৪৩. ফিরিয়ে আনা |