JSC Unseen📖Class VIII

JSC Unseen: Sirajddaula

Part B: Unseen (25 Marks)   

Read the following text and answer the questions 4 and 5.

In 1957, Sirajddaula was defeated in the Battle of Plassey and consequently the British established their rule in India. After 90 years, India and Pakistan came into being as independent states. During this long period of time, lots of movements went on. In 1763, Mir Kashim tried to bring back freedom but failed. In 1765, Robert Clive became the Governor of Bengal for the second time and directly made arrangements to be ruler of Bengal. After seven years, Warren Hastings became the Governor of Bengal and made the Nawab powerless. In 1786, Lord Corwalles was appointed Governor of Bengal. He tried to make settlement of land with the Zaminders. In 1773, Bengal fully went under British rule through Regulating Act in the British Parliament. Then many Governors came to India and brought the whole subcontinent under their rule. In 1857, the great Sepoy Mutiny took place but ended in smoke. In 1858, the British Government took the administration of India directly. At this, the Muslims and the Hindus realized that they had to proceed on a planned way to achieve independence. Following the way, in 1885 Indian National Congress was formed. On December 31, 1906 All India Muslim League was formed. Since then both the parties jointly marched for independence.

 

১৯৫৭ সালে, সিরাজদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হন এবং ফলস্বরূপ ব্রিটিশরা ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করে। ৯০ বছর পর ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। এই দীর্ঘ সময়ে অনেক আন্দোলন হয়েছে। ১৭৬৩ সালে মীর কাশিম স্বাধীনতা ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। ১৭৬৫ সালে, রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হন এবং সরাসরি বাংলার শাসক হওয়ার ব্যবস্থা করেন। সাত বছর পর ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হন এবং নবাবকে ক্ষমতাহীন করে দেন। ১৭৮৬ সালে লর্ড করওয়ালেস বাংলার গভর্নর নিযুক্ত হন। তিনি জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করার চেষ্টা করেন। ১৭৭৩ সালে, ব্রিটিশ পার্লামেন্টে নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে বাংলা সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। তারপর অনেক গভর্নর ভারতে এসে সমগ্র উপমহাদেশকে তাদের শাসনে নিয়ে আসেন। ১৮৫৭ সালে, মহান সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কিন্তু ধোঁয়ায় শেষ হয়েছিল। ১৮৫৮ সালে, ব্রিটিশ সরকার সরাসরি ভারতের প্রশাসন গ্রহণ করে। এতে মুসলমান ও হিন্দুরা উপলব্ধি করে যে, তাদের স্বাধীনতা অর্জনের জন্য পরিকল্পিত পথে অগ্রসর হতে হবে। সেই পথ অনুসরণ করে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। ১৯০৬ সালের ৩১ ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়। এরপর থেকে উভয় দল যৌথভাবে স্বাধীনতার জন্য মিছিল করে।

 

4. Complete the following table with the information given in the passage. 1×5=5

Who/What Work/Position Time
The Battle of Plassey (i)————–
The British established their dynasty in India (ii)————-
(iii) ————- tried for freedom in 1763
Robert Clive (iv)————- in 1765
Warren Hastings Governor (v)—————

5. Read the passage again and write, whether the statements are true or false. Give correct answer if the statement is false. 1×5=5

(a) Lots of movements occured during the British rule in India.

(b) The Nawab was made powerless during the reign of Warren Hastings.

(c) Complete British rule came in India after 1773.

(d) The British Govt. began to rule India directly from 1857.

(e) Indian National Congress was formed to flight for independence.