JSC Unseen📖Class VIII

JSC Unseen: Stephen Hawking

Part B: Unseen (25 Marks)   

Read the following text and answer the questions 4 and 5.

Stephen Hawking is considered the greatest physicist after Einstein. He was born in England in 1942. He was very skilled in mathematics from an early age. He wrote the book “A Brief History of Time: From the Big Bang to the Present Times” in 1988. In this book he explains Cosmology for the general public. It became famous and established his reputation as a great scientist. He received his PhD in Cosmology from Cambridge University in 1968. But fortune did not favour him. In 1972, he became a victim of Gehrig’s disease. Since then, he had been confined to a wheelchair with no power to control his body. But he continued teaching through the help of computer. 1974, he won the prestigious Albert Einstein award for theoretical physics. In 1979, he joined Cambridge University as Lucasian Professor of Mathematics. He carried out his research work using his computer. The great scientist breathed his last on March 14,2018.

 

স্টিফেন হকিংকে আইনস্টাইনের পর সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৪২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই গণিতে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি ১৯৮৮ সালে “এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম: ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস” বইটি লিখেছিলেন। এই বইটিতে তিনি সাধারণ মানুষের জন্য সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করেছেন। এটি বিখ্যাত হয়ে ওঠে এবং একজন মহান বিজ্ঞানী হিসাবে তার খ্যাতি প্রতিষ্ঠা করে। তিনি ১৯৬৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কসমোলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। ১৯৭২ সালে, তিনি গেহরিগ রোগের শিকার হন। তারপর থেকে, তাকে হুইলচেয়ারে বন্দী করে রাখা হয়েছিল তার শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। কিন্তু কম্পিউটারের সাহায্যে পড়াতে থাকেন। ১৯৭৪, তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের জন্য মর্যাদাপূর্ণ অ্যালবার্ট আইনস্টাইন পুরস্কার জিতেছিলেন। ১৯৭৯ সালে, তিনি ক্যানব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি তার কম্পিউটার ব্যবহার করে তার গবেষণা কাজ চালিয়েছিলেন। মহান বিজ্ঞানী ১৪ মার্চ, ২০১৮ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

4.Complete the following table with the information given in the passage. 1×5=5

Who/What Event/ Activities Where/Place Time
Stephen Hawking was born England (i)———-
He completed his Phd in Cosmology (ii)———– 1968
He (iii) ———–   1972
(iv)————- was published   1988
He made his journey the space (v)———

5. Read the passage again and write, whether the statements are true or false. Give correct answer if the statement is false. 1×5=5

(a) Stephen Hawking is one of the greatest physicists after Einstein.

(b) He explains cosmology in ‘A Brief History of Time: From Big Bang to the Present”.

(c) He completed his doctorate in Cosmology from Cambridge University.

(d) He won the Nobel Prize for Cosmology.

(e) He died at the age of 66.