JSC Unit: 9; Lesson: 4 (B); Taking Off
Human beings conquered the distance on earth by discovering wheels. They endeavored further.
মানুষ চাকা আবিস্কারের দ্বারা পৃথিবীতে দূরত্বকে জয় করে। তারা আরও প্রচেষ্ট চালায়
Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane.
তারপর ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় প্লেনে উড্ডয়নের প্রথম পরীক্ষণ করে।
In the experiment, a machine carried a man and rose above by its own power. The machine was called ‘aka airplane’.
পরীক্ষণের একটি যন্ত্রে একজন মানুষকে বহন করে এবং নিজস্ব শক্তিতে উপরে ওঠে। যন্ত্রটিকে বলা হতো ‘আকা এ্যারোপ্লেন”।
It flew naturally in a smooth speed, and finally landed without damage. That was human being’s first real take-off.
এটি স্বাভাবিকভাবে সুসম গতিতে চলেছিল এবং অবশেষে ক্ষতি ছাড়াই অবতরণ করে। এটি ছিল মানুষের প্রথম প্রকৃত উড্ডয়ন।
And now, they have got a supersonic speed. In a supersonic speed, something travels faster than sound! So the sky’s the limit now!
এবং তাদের শব্দের চেয়ে দ্রুততর গতি আছে, অতিশাব্দিক গতিতে, কোনোকিছু শব্দের চেয়ে বেশ দ্রুত চলে। তাই এখন আকাশই সীমানা।
Modern aircraft companies are making revolutions in aviation technology. Boeing as well as Airbus is producing modern passenger airplanes.
আধুনিক বিমান কোম্পানিগুলো বিমান প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে যাচ্ছে। বোয়িং এয়ারবাস আধুনিক যাত্রীবাহ বিমান তৈরি করছে।
These planes fly very fast. Boeing 787 flies 950 km/h. However, Airbus 350 is expected to fly in a couple of years. Its speed will be 945 km/h.
এ বিমানগুলো খুব দ্রুতগতিতে চলে। বোয়িং ৭৮৭ প্রতি ঘণ্টায় ৯৫০ কিমি বেগে চলে। অবশ্য, এয়ারবাস কয়েক বছরের মধ্যে প্রতি ঘণ্টায় ৩৫০ কিমি বেগে চলবে বলে আশা করা যাচ্ছে। এটা হবে ঘণ্টায় ৯৪৫ কিমি ঘণ্টায়।
You find attractive ads on the websites of both Boeing and Airbus planes. Both have excellent features.
তোমরা বোয়িং এবং এয়ারবাসের ওয়েবসাইটে আর্কষণীয় বিজ্ঞাপন দেখতে পাবে। উভয়েরই চমৎকার দিকসমূহ আছে।
But in speed, neither could beat the Concorde. It is the world’s fastest supersonic passenger aircraft.
কিন্তু গতির ক্ষেত্রে, কোনটিকেই কনকর্ডকে হার মানাতে পারেনি। এটি হলো শব্দের চেয়ে ত্রুততর চলে এমন যাত্রীবাহী বিমান।
Its normal speed was 2,170 km/h. The Concorde was a joint project by France and Britain. It started passenger flight in 1976.
এর স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ২,১৭০ কিমি। কনকর্ড ছিল ফ্রান্স ও ব্রিটেনের একটি যৌথ প্রকল্প। এটি ১৯৭৬ সালে যাত্রীবাহী বিমান উড্ডয়ন শুরু করে।
Unfortunately, the Concorde fleet was grounded for ever in 2003 after a major accident.
দুর্ভাগ্যক্রমে, ২০০৩ সালে একটি বড়ো দুর্ঘটনার পর কনকর্ডের উড্ডয়ন চিরতরে বন্ধ করে দেয়া হয়।
English | বাংলা |
01. Human beings (n.phr)
02. Conquer (v) 03. Discover (v) 04. Endeavour (v) 05. Experiment (n) 06. Above (pre) 07. Fly (v) 08. Take off (n) 09. Modern (adj) 10. Revolution (n) 11. Aviation (n) 12. Technology (n) 13. Couple (n) 14. Attractive (adj) 15. Supersonic (adj) 16. Feature (n) |
০১. মানুষ
০২. জয় করা ০৩. আবিস্কার করা ০৪. চেষ্টা ক ০৫. পরীক্ষন ০৬. উপরে ০৭. উড়ে চলা ০৮. উড্ডয়ন ০৯. আধুনিক ১০. বিপ্লব, ঘূর্ণন ১১. বিমানটালনা বিজ্ঞান ও কৌশল ১২. প্রযুক্তি ১৩. যুগ্ম, এক জোড়া ১৪. আকর্ষণীয় ১৫. শব্দের চেয়ে দ্রুতগামী ১৬. দিক, বৈশিষ্ট্য |