Unit: 10; Lesson: 3(B) They had dreams 1
Pritilata was born in Chittagong on 5 May 1911. She was a meritorious student at Dr Khastagir Government Girls’ School in Chittagong and Eden College, Dhaka.
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ও ঢাকা ইডনে কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন।
She finally graduated in philosophy with distinction from Bathune College in Kolkata. In her college days, Pritilata was an activist in the anti British movement.
তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে কৃতিত্বসহকারে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজ জীবনে প্রীতলিতা ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন।
All through her life, she dreamt of two things: a society without gender discrimination, and her motherland without British colonial rule.
তার সমগ্র জীবনে তিনি দুটি স্বপ্ন দেখেছিলেন: লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ ও ব্রিটিশ ঔপনিবেমিক শাসনমুক্ত মাতৃভূমি
So she received combat training to fight against the British rule. Soon after, Pritilata became the headteacher of Nandankanon Aparna Charan School in Chittagong.
তাই ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এর কিছুদিন পরই প্রীতিলতা চট্টগ্রামে নন্দনকানন অর্পনা চরণ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হসেবে যোগদান করেন।
Gradually she involved herself in Surya Sen’s armed resistance movement. Surya Sen was a famous anti-British movement organizer and activist in Cittagong area that time.
ধীরে ধীরে তিনি সূর্যসেনের সশস্ত্র আন্দোলনে যুক্ত হন। সূর্যসেন ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিখ্যাত সংগঠক ও সেই সময়ের একজন বিপ্লবী কর্মী।
In 1932, Surya Sen planned an attack on the Pahartali European Club. The club was well-known for its notorious sign Dogs and Indians not allowed.
১৯৩২ সালে সূর্যসেন পাহাড়তলী ইউরোপীয়ান সংঘে আক্রমণের একটি পরিকল্পনা করেন। এই ক্লাবটি পরিচিত ছিল প্রবেশদ্বারে তার কুখ্যাত লেখার জন্য: কুকুর ও ভারতীয়দের অনুমতি নেই।
Surya Sen assigned Pritilata to lead a team of 10-12 men to attack the Club. The raid was successful but Pritilata dressed as a man failed to get out of the Club.
সূর্যসনে প্রীতিলতাকে সেই আক্রমণে ১০-১২ জনের একটি দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। আক্রমণটি ছিল সফল কিন্তু পুরুষের সাজে সজ্জিত প্রীতিলতা সে ক্লাব থেকে বের হতে ব্যর্থ হন।
She committed suicide by taking potassium cyanide to avoid arrest. She proved that women can work like men.
তিনি গ্রেফতার এড়াতে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।তিনি প্রমাণ করেন যে, নারীরা পুরুষের মতো কাজ করতে পারে।
She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. Her dream came true.
তিনি আরও প্রমান করেন যে, নারীদেরকেও ব্রিটিশ ঔপনিবেশকি শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তাদের জীবন বির্সজন দেওয়ার জন্য প্রস্ততি নিতে হবে। তাঁর স্বপ্ন অবশেষে সত্যি হয়েছিল।
The British rule came to an end in 1947 though she couldn’t see it during her lifetime.
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল কিন্তু তাঁর জীবদ্দশায় তিনি এটি দেখে যেতে পারেনি।
English | বাংলা |
01. Meritorious (adj)
02. Discrimination (n) 03. Motherland (n) 04. Notorious (adj) 05. Sacrifice (v) 06. Colonial (adj) |
০১. মেধাবী
০২. বৈষম্য ০৩. মাতৃভূমি ০৪. কুখ্যাত ০৫. বিসর্জন দেওয়া ০৬. ঔপনিবেশিক |