JSC Unseen📖Class VIII

JSC Unseen : Babul Shah Abdul Karim

Part B: Unseen (25 Marks)   

Read the following text and answer the questions 4 and 5.

Babul Shah Abdul Karim was one of the most famous folk singers and composers in Bangladesh. He specialized in Bengali Baul Music. Shah Karim was born in Uzan Dhol in Derail Upazila, Sunamganj, Sylhet division on 5 February, 1916. He spent his whole life in this small village. Shah Abdul Karim grew up with poverty and hardship from his childhood. Poverty made him him a farmer. And he started working as an agricultural labourer. Though he was poor, nothing could stop him to make good songs. He was so deeply absorbed in music that he failed to engage himself in some other jobs. In course of time, he grew up and received his training in spiritual and Babul music from his master ‘Shah Ibrahim Mustakin Baksh. At one point of his life, he lost he lost his voice. When he got back his voice, he was above 90 years old. At that time, his voice was beautiful, nice and the loudest among the elderly persons. He died on 12 September, 2009.

 

বাবুল শাহ আব্দুল করিম ছিলেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত লোকগায়ক ও সুরকার। তিনি বাংলা বাউল সঙ্গীতে পারদর্শী ছিলেন। শাহ করিম ১৯১৬ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট বিভাগের সুনামগঞ্জের ডেরাইল উপজেলায় উজান ঢোল গ্রামে জন্মগ্রহণ করেন। এই ছোট্ট গ্রামেই তিনি সারা জীবন অতিবাহিত করেন। শাহ আবদুল করিম শৈশব থেকেই দারিদ্র্য ও কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। দারিদ্র তাকে কৃষক বানিয়েছে। এবং তিনি কৃষি শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। দরিদ্র হলেও ভালো গান করতে কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। তিনি সঙ্গীতে এতটাই গভীরভাবে নিমগ্ন ছিলেন যে তিনি নিজেকে অন্য কিছু কাজে নিয়োজিত করতে ব্যর্থ হন। সময়ের পরিক্রমায়, তিনি বড় হন এবং তাঁর ওস্তাদ শাহ ইব্রাহিম মুস্তাকিন বক্সের কাছ থেকে আধ্যাত্মিক ও বাবুল সঙ্গীতের তালিম নেন। জীবনের এক পর্যায়ে তিনি তার কণ্ঠস্বর হারান। যখন তিনি তার কণ্ঠস্বর ফিরে পান, তখন তার বয়স ৯০ এর উপরে। তখন তার কন্ঠস্বর ছিল সুন্দর, সুন্দর এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উচ্চকিত। তিনি ১২ সেপ্টেম্বর, ২০০৯ এ মারা যান।

4. Complete the following table with the information given in the passage. 1×5=5

Who/What Event/ Activities Where/Place
Shah Abdul Karim (i)————— Baul music
(ii)———— force him to be a farmer
(iii) ———- was spent In native village
Training on Baul and spiritual music was received (iv)———-
Shah Abdul Karim left the world (v)———–

5.Read the passage again and write, whether the statements are true or false. Give correct answer if the statement is false.                                 1×5=5

(a) Shah Abdul Karim could not regain his lost voice before his death.

(b) Poverty was a great hindrance to Shah Abdul Karim’s talents.

(c) Shah Abdul Karim was affluent during his lifetime.

(d) Shah Abdul Karim experienced several jobs throughout his life.

(e) He spent his whole life in countryside.