JSC Unit: 5 Lesson 1(B) Bangabandhu and the Language Movement
Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the Language Movement into a mass movement.
যে কয়েকজন ছাত্রনেতা ভাষা আন্দোলনকে গণ আন্দোলনে পরিনত করেন, শেখ মুজিবুর রহমান ছিলেন তাদের মধ্যে অন্যতম।
As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan.
একজন ছাত্রনেতা হিসেবে পাকিস্তান সরকারের বৈষম্যমূলক ভাষানীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে জনসমাবেশ,জনসভা ও ধর্মঘট আয়োজন করার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান ব্যাক্তি।
The Language Movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared “Urdu and only Urdu shall be the state language of Pakistan” on 19 March 1948 at the Race Course Maidan while addressing a public gathering.
ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৮ সালের ১৯ মার্চ, যেদিন পাকিস্তানের গর্ভনর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ঘোষণা করেন, “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা।”
He again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently.
তিনি ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় একই কথা আবারো বলেন। সাথে সাথে ছাত্রছাত্রীরা এই ঘোষনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়।
It was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. He was proud of his Bengali identity band very active to initiate strikes and protests against the language policy of Pakistan government.
এটা ছিল সেই সময়ের কথা যখন তরুণ মুজিব পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের ছাত্রফ্রন্ট গঠণ শুরু করেন। তিতি তার বাঙালি পরিচিতি নিয়ে গর্বিত ছিলেন এবং পাকিস্তানি সরকারের ভাষানীতির বিরুদ্ধে ঘর্মঘট ও প্রতিবাদের সূচনা করতে খুবই সক্রিয় ছিলেন।
Later, the then Prime Minister of Pakistan Khwaja Nazimuddin echoed the statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was in prison during this time due to his political activism and was admitted to the Dhaka Medical College under police custody.
পরবর্তীতে পাকিস্তানের তৎকালীন প্রধান মন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৫২র সালের ২৬ শে জানুয়ারি জিন্নাহর বক্তব্যের পুনরাবৃত্তি করেন।মুজিব তখন তখনতার রাজনৈতিক কর্মকান্ডের জন্য কারাগারে ছিলেন এবং তাকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
However, he stayed in constant touch with other leaders directly engaged in the movement to make Bangla the state language. His directions from poison led the movement to a success. On 14 February, he started a hunger strike there
তবে, অন্যান্য নেতা যারা বাংলাকে রাষ্ট্রভাষা কারার আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তাদের সাথে তখনতার (মুজিব) সাবক্ষনিক যোগিযোগ ছিল। কারাগার থেকে তাঁর নির্দেশনায় আন্দোলনকে সাফল্যের দিকে পরিচিলিত করেছিল। ১৪ ফেব্রুয়ারি তিনি সেখানে অনশন ধর্মঘট শুরু করেন।।
During a general strike on 21 February 1952 the protesting students tried to defy Section 144 imposed by the government.
১৯৫২ সালের ধর্মঘট চলাকালে ২১শে ফেব্রুয়ারি সাধারন ধর্মঘট চলকালীন প্রতীবাদী ছাত্রছাতীরা সরকার ঘোষিত ১৪৪ ধারা ভঙ্গ করে।
The police opened fired and killed a number of students including Abdus Salam, Rafiq Uddin Ahmed, Abul Barkat, Abdul Jabar and others.
পুলিশ গুলি চালালে আব্দুস সালাম, রফিক উদ্দীন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বারসহ আরো অনেক ছাত্রকে হত্যা করে।
In his autobiography, Sheikh Mujibur Rahman says, “…… We decided in the meeting in my room to observe 21 February as the State Language Day and to form a committee that day to conduct the movement to establish Bangla as the state language.”
শেখ মুজিবুর রহমান তাঁর আত্মজীবনীতে বলেন, “—– আমার কক্ষে এই সভায় আমরা ২১ ফেব্রূয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার এবং সেই দিন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্টিত করার আন্দোলন পরিচালনা করার জন্য একটি কমিটি গঠণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।”
English | বাংলা |
New Word
1.Significant (adj) 2.Organize (v) 3.Rally (n) 4.Raise (v) 5.Awareness (n) 6.Discrimination (adj) 7.Address (v) 8.Convocation (n) 9.Instantly(adj) |
নতুন শব্দ
১। গুরুত্বপূর্ণ ২। আয়োজন করা ৩। সমাবেশ, জনসভা ৪। বৃদ্ধি করা ৫. সচেতনতা বা সর্তকতা ৬. বৈষম্যমূলক, পক্ষপাতমূলক ৭. কারো উদ্দেশে ভাষণ/ বক্তৃতা ৮. সমাবর্তন ৯. তৎক্ষনাৎ |
English | বাংলা |
New Word
1o. Announcement (adj) 11. Vehemently (adv) 12. Identity (n) 13. Initiate (by) 14. Echo (v) 15. Constant (adj) 16. Hunger (n) 17. Strike (n) 18. Defy(v) |
নতুন শব্দ
১০.ঘোষনা ১১. জোরালোভাবে / প্রবলভাবে ১২. পরিচয়/ পরিচিতি ১৩. সূত্রপাত করা, সূচনা করা ১৪. পুনরাবৃত্তি করা, পুণরায় বলা ১৫. সার্বক্ষনিক ১৬. অনশন, উপবাস ১৭. ধর্মঘট ১৮. অবজ্ঞা করা, ভঙ্গ করা |
English | বাংলা |
New Word
19. Impose (v) 20. Including (pre) 21. Autobiography (n) 22. Conduct (v) 23. Established (v) |
নতুন শব্দ
১৯. আরোপ করা/ জারি করা ২০. সহ/ অন্তর্ভুক্ত করে ২১. আত্মজীবনী ২২. পরিচালনা করা ২৩. প্রতিষ্ঠিত করা |
Prepared & Translated By,
Md. Rokon Uddin (Rumon)
MBA. BA Hon’s (English)
Email: rumonscb@gmail.com