GRAMMAR

Preposition & Use of Preposition

Preposition & Use of Preposition
Preposition কাকে বলে এবং preposition এর কাজ কী ও preposition কত প্রকার কি কি ?
Preposition :- ( বাংলা এবং English ) যদি Word, কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে উক্ত Noun বা Pronoun-এর সাথে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে।
যেমন – at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
সুবিধার্থে নিম্নে preposition -এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হল।
Kinds of prepositions:
1. Simple preposition: একটি মাত্র word দ্বারা গঠিত preposition হল simple preposition । যেমন :
(a) At, by, on, with এই preposition গুলো হল স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now.
(b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.
2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition – এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হল double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।
3. Compound Preposition: Noun বা Adjective বা Adverb -এর পূর্বে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হল Compound preposition বলে।
4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মত ব্যবহৃত হয় তখন তা participle preposition. যেমন- Concerning, considering, judging, regarding, repecting ইত্যাদি participle preposition রৃপে বসতে পারে। Considering the circumstances you are right.
5. Phrase Preposition: দুই বা ততোধিক word -এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.
6. Disguised Preposition: কখনও কখনও on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word -এর শুরুতে বসে। এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
(a) Now, it is four o’clock. (o = of)
(b) Rana goes there once a week. (in a week)
7. Detached Preposition: Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs এর সাথে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence এর শেষে বসে। তখন এ ধরণের prepositions কে Detached Preposition বলে।
যেমন:
(a) What are you looking for?
(b) Where did you come from?
এতক্ষণ আমরা জানলাম Definition of preposition, kind of preposition and its classified definitions and simple examples.
এখন আমরা জানবো কতিপয় Preposition ও এর ব্যবহার:
1. At, in: বড় স্থান বা সময়ের আগে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে। যেমন:
(a) My friends lives at Nurpur in Rangpur.
(b) Usually I get up from bed at 6 a.m. in the morning.
লক্ষণীয়: সময়ের আগে in ব্যবহার করলে তারপর the বসে। কিন্তু at ব্যবহার করলে the বসে না।
2. In: অবস্থায়, অবস্থানে, স্থানে, ভাবে, মধ্যে, সময়ে এরূপ অর্থ বুঝাতে in বসে। যেমন:
(a) The students are in the room.
(b) Sajal succeeded in life in difficulties.
(c) Uzzal is in the midst way to school.
(e) Ovi serves in the army.
3. In, into –In দিয়ে আগে থেকে অবস্থান এবং into দিয়ে বাহির থেকে ভেতরের দিকে গতি বা অবস্থার পরিবর্তন বোঝায়। যেমন: (a) The chair is in the room.
(b) He is putting the pen into his pocket.
4. In, on, to –সীমান্তের ভেতরে হলে in ওপরে হলে on এবং বাহিরে হলে to বসে।
যেমন: (a) Comilla is in the east of Bangladesh.
(b) Tripura is on the east of Bangladesh.
5. In, after : অতীত কালের ব্যাপক সময় বুঝাতে (period of time) past tense-এ after এবং ভবিষ্যৎ কালের নির্দিষ্ট সময় (pint of time) in বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: (a) My friend will come from London in a week.
(b) He returned after two months.
6. On: ওপরে, ভাবে, অবস্থায়, কাজে, তে, তীরে, স্থানে, প্রতি, খেয়ে বাঁচা বোঝাতে on বসে। যেমন:
(a) The ball is on the table.
(b) The car is on hire.
(c) The cow live on grass.
(d) Dhaka stands on the Buriganga.
(e) This bike is on trail.
7. On, over : লাগালাগি অবস্থায় ওপরে বুঝালে over এবং একটু ফাঁকা রেখে ওপরে বুঝালে on ব্যবহূত হয়। যেমন:
(a) The book is on the table.
(b) The fan is over the head.
8. Since, from, for: নির্দিষ্ট সময়ের আগে since বা from এবং ব্যাপক সময়ের আগে for বসে। Since দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং from দ্বারা সব tense এর সময় বোঝায়। Since-এর আগে সর্বদা perfect বা perfect continuous tense বসে। যেমন:
(a) It has been raining since morning.
(b) He has been ill for a month.
(c) It has been raining for two hours.
9. In, by, before: ভবিষ্যৎ কালের ব্যাপক সময়ের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে by বা before বসে। যেমন:
(a) I shall have finished reading the story book by or before 9 p.m.
(b) Habib will come in a month.
10. By, with: যে কাজ সম্পাদন করে তার আগে By এবং যার দ্বারা সম্পাদন করে তার আগে with বসে। যেমন:
(a) This poem was written by Kamal with a parker pen.
(b) The snake was killed by me with a stick.
এবার আমরা দেখি single single preposition এর ব্যবহার:
#To এর ব্যবহার
১।কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।যেমনঃ i. He goes to school everyday. ii. He came to Bangladesh in 1971.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing.
বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।
ব্যতিক্রমঃ From here to there.
২।বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you.
৩।ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে।যেমনঃ He came to me.
৪।অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to me test.
৫।সীমানার বাইরে বুঝাতে to বসে।যেমনঃ Japan is to the east of our country.
৬।পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to the last.
৭।পরিমান / হার বুঝাতে to বসে।যেমনঃ There are 2.54 c.m. to an inch.
#At এর ব্যবহার
১।অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ
at Kashipur, at Chashara
২। সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock.
৩।অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now.
৪।হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour.
৫।দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost.
৬।দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Dhaka is at 50 kilometers from here.
৭।বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10.
৮।দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him.
নিম্নের শব্দ গুলোর পর to বসে।
arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer.
#In এর ব্যবহার
১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in Accounting, in Arabic.
২।বড় স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in Bangladesh.
৩।সময়ের ক্ষেত্রে ( মাস / বছর / ঋতুর নাম ) বুঝাতে in বসে। যেমনঃ We won independence in December in 1971.
৪।ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ I am unable to help you in this regard.
৫।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good health.
৬।বিবেচনা বুঝাতে in বসে। যেমনঃ You have to do it in your own interest.
৭।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics.
৮।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash.
৯।অনুপাতের ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ In England, one in three enters higher education.
নিম্নের শব্দ গুলোর পর in বসে।
expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.
#For এর ব্যবহার
১।সময়ের আগে ধরে / যাবৎ / ব্যাপিয়া বুঝাইতে for বসে। যেমনঃ It has been raining for two hours.
২।জন্য বুঝাইতে for বসে। যেমনঃ What can I do for you?
৩।সাহায্য অর্থে বুঝাইতে for বসে। যেমনঃ Would you please do it for me?
৪।কারন বুঝাইতে for বসে। যেমনঃ Rajshahi is famous for its mangoes.
৫।সমর্থন বুঝাইতে for বসে। যেমনঃ Are you for the proposal?
৬।মূল্য বুঝাইতে for বসে। যেমনঃI bought this pen for 20 taka.
৭।বিনিময় বুঝাইতে for বসে। যেমনঃ You will get a coupon for every 100 taka you pay.
নিম্নের শব্দ গুলোর পর for বসে।
compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.
#From এর ব্যবহার
১। কারো নিকট হইতে অথবা কোন স্থান হইতে বুঝাইলে ঐ “হইতে” কথাটির জন্য ব্যক্তি বা স্থানের আগে from বসে। যেমনঃ
আমার নিকট হইতে = from me.
ঢাকা থেকে = From Dhaka.
i. The man come from abroad. ii. Don’t get down from a running bus.
নিম্নের শব্দ গুলোর পর from বসে।
refrain, resist, obstrain, prohibited, protect, prevent, preserve, aloof, deferent, suffer.
#Of এর ব্যবহার
১।সম্পর্ক বুঝাতে of বসে। যেমনঃ I know nothing of it.
২।অধিকার / মালিকানা বুঝাতে of বসে। যেমনঃ It is the house of Mr. Khan.
৩।উৎপন্ন / উদ্ভুত অর্থ বুঝাতে of বসে। যেমনঃ He comes of a respectable family.
৪।উপকরণ বুঝাতে of বসে। যেমনঃ The house is made of stone.
৫।কারন বুঝাতে of বসে। যেমনঃ The young boy of cholera.
নিম্নের শব্দ গুলোর পর of বসে।
fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist(গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.
#On এর ব্যবহার
১।নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is on the Buriganga.
২।কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ The book is on the table.
৩।Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The office is on the 4th floor.
৪।সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The Buriganga is on the south of Dhaka.
৫।বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে। যেমনঃ He will come back on Sunday on the 5th May.
৬।সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the cow.
৭।নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on rice.
৮।অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical advice.
৯।সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ The river looks beautiful on a moonlit night.
নিম্নের শব্দ গুলোর পর on বসে।
congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.
#By এর ব্যবহার
১।কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে। যেমনঃ By hard labour.
২।পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me.
৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved success by determination.
৪।পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel by road.
৫।শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by almighty Allah.
৬।Passive Form-এ by বসে। যেমনঃ The work was done by me.
৭পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ The room is 12 feet by 10 feet.
৮সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm.
৯।হার বুঝাতে by বসে। যেমনঃ They are improving day by day.
১০।কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে। যেমনঃ He is an American by birth.
১১।যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We went to Khulna by bus.
নিম্নের শব্দ গুলোর পর by বসে।
accompanied, affected, judge.
#With এর ব্যবহার
১।সাথে বুঝাতে with বসে। যেমনঃ He came with me.
২।দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যেমনঃ I killed the snake with a stick,
৩।কারন with বসে। যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
নিম্নের শব্দ গুলোর পর with বসে।
burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.
#Into এর ব্যবহার
১।গতিশীলতা বুঝাতে into বসে। যেমনঃ The teacher entered into the class room.
২।অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে। যেমনঃ Water is changed into snow.
৩।সংঘর্ষ বুঝাতে into বসে। যেমনঃ The truck crashed into a parked car.
৪।সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে। যেমনঃ They were divided into three groups.
৫।নির্দেশ বুঝাতে into বসে। যেমনঃ Speak clearly into the microphone.
#Above এর ব্যবহার
১।উপরে বুঝাতে above বসে। যেমনঃ The water came above our knees.
২।অবস্থান বুঝাতে above বসে। যেমনঃ The sun is above our head now.
৩।পরিমাণে বুঝাতে above বসে। যেমনঃ Present temperature is above average.
৪।এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ Hemani is above suspicion.
৫।অতিমাত্রা বুঝাতে above বসে। যেমনঃ I couldn’t hear him above the noise of the traffic.
#About এর ব্যবহার
১।সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে। যেমনঃ I knew something about it.
২।চারদিকে বুঝাতে about বসে। যেমনঃ The runners were running about the circle.
৩।উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony.
৪।প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে। যেমনঃ He has lost about 1 lac taka.
#After এর ব্যবহার
১।পরে বুঝাতে after বসে। যেমনঃ He came after me.
২।অসংখ্যবার বুঝাতে after বসে। যেমনঃ I’ve told him time after not to do that.
৩।পিছনে পিছনে বুঝাতে after বসে। যেমনঃ They run after the thief.
৪।ব্যাপক সময় বুঝাতে after বসে। যেমনঃ He returned home after a month.
৫।ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে। যেমনঃ Issa is the tallest after Mimi.
৬।মোটের উপর বুঝাতে after বসে। যেমনঃ After all, he is a good boy.
৭।বিপরিত ঘটনা বুঝাতে after বসে। যেমনঃ The house is pleasantly cool after the extreme heat outside.
#Before এর ব্যবহার
১।পূর্বে বুঝাতে before বসে। যেমনঃ He came before lunch.
২।সম্মুখে / সামনে বুঝাতে before বসে। যেমনঃ He stood before me.
৩।তূলনামূলক ভাবে আগে / বিশেষ গুরুত্ব বুঝাতে before বসে। যেমনঃ He puts his work before everything.
#Among এর ব্যবহার
১। কিছুর মধ্যে( চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে। যেমনঃ There is a house among the trees.
২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে। যেমনঃ Divided the mangoes among the three boys.
#Within এর ব্যবহার
১।সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ He will come back within a month.
২।সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ We should live within our means.
#Over এর ব্যবহার
১।উপর বুঝাতে over বসে। যেমনঃ There is a bridge over the river.
২।পারাপার বুঝাতে over বসে। যেমনঃ They run over the glass.
৩। সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে। যেমনঃ They have traveled over the world.
৪।বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They live over the road.
৫।অধিক বুঝাতে over বসে। যেমনঃ He was in America for over a month.
৬।উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে। যেমনঃ He has a director over him.
৭।মাধ্যম বুঝাতে over বসে। যেমনঃ He talked over telephone.
#Under এর ব্যবহার
১।নিচে বুঝাতে under বসে। যেমনঃ The ball is under the table.
২।ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে। যেমনঃ i. He is under 20. ii. He earns under 5000.
৩।অধীনে আর্থ বুঝাতে under বসে। যেমনঃ The building is under construction.
৪।অবস্থা বুঝাতে under বসে। যেমনঃ He is under sentence to death.
#Between এর ব্যবহার
১।দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। যেমনঃ i. He stood between his two brothers. ii.Divide the mango between two sisters.
#Without এর ব্যবহার
১।ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ i. He found the place without difficulty. ii.We can’t live without water.
#Beyond এর ব্যবহার
১।পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে। যেমনঃ The road continues beyond the villages up into the hills.
২।সময়ের পরে বুঝাতে beyond বসে। যেমনঃ It won’t go on beyond midnight.
৩।সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে। যেমনঃ The car was beyond repair.
#Since এর ব্যবহার
১।‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since বসে। যেমনঃ since 1971, since Sunday, since June.
#Beside এর ব্যবহার
১।পাশে বুঝাতে by এর মত beside বসে। যেমনঃ beside me, beside the man, beside you.
#Through এর ব্যবহার
১।ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে। যেমনঃ through the forest, through struggle.
#Across এর ব্যবহার
১।আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে। যেমনঃ i. Go across the street, ii. My house is just across the road.
#Off এর ব্যবহার
১।দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ i. Be off from here, ii. Swithch the fan off.
#Below এর ব্যবহার
১।নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে। যেমনঃ i. My particulars are given below. ii. Rahim has got below 80% marks. iii. He lives below middle class status.
#Down এর ব্যবহার
১।উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। যেমনঃ The boy has fallen down from the roof
#Up এর ব্যবহার
১। নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে। যেমনঃ i. Go up the hill. ii. Climb up the tree.
#Besides এর ব্যবহার
১।এছাড়াও বুঝাইতে besides বসে। যেমনঃ I have another pen besides this.
______________________
এবার দেখব ছন্দে ছন্দে কিভাবে preposition মনে রাখা যায়।
ছন্দে ছন্দে PREPOSITION শিখুন
নগর, শহর, দেশ,
এদের আগে in বসিয়ে করবে বেশ।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ,
শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
প্রভাত, দুপুর, গোধূলি, রাত,
এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
Festival-এ at, নম্বরেও at, with হয়
বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
Person-এ by, পাশে বুঝাতেও
by, (যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে
সব হবে ছারখার।
ছোট হলে at, বড় হলে in, কখন হয়?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
বাহির থেকে ভিতরে into ব্যবহার করো,
ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে
হয় above,
Since, for বুঝ না, কেন নাও ভাব?
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয়
for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে
হয় under,
Preposition আসলেই খুব মজার। মাত্রা
(স্তর) বুঝাতে হয় below,
Preposition শিখতে পেরে, আমি আছি
খুব ভালো।
On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়, দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।
এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)।
Preposition শিখলে নেই কোনো
Loss এর বুঝাতে of হয় Boss.
Special Uses of Some Prepositions
Ne

Name Of Preposition Uses Example
 Behind ১.বস্তু/ব্যক্তি/ প্রাণীর আবস্থান বুঝাতে

২.কর্মস্থল/ পেশা বুঝাতে

৩. কোন বয়সে কোন কার্য সম্পাদন

৪. কোন ব্যক্তি/ বস্তুর বর্তমান অবস্থা বুঝাতে

৫. কোন কিছুর হাার/গতি বুঝাতে

৬. ছোট জায়গা বুঝাতে

৭. সময় বুঝাতে

৮. কোন কিছুর ভলো মন্দ বুঝাতে

1. They arrived late at the airport.

2. Sohel is at bank now.

3. He got married at 25.

4. The country is at war now.

5. He was driving at 70 miles per hour.

6. He lives at Jhiltuli in Faridpur.

7. We shall leave the place at 2pm.

8. He is good at English.

2.Above ১. কোন কিছুর উপরে কোন বস্তু/ব্যক্তির উপর কোন বস্তু/ প্রাণীর অবস্থানকে বুঝায়।

২. কোন কিছুর চেয়ে পরিমাণে / সংখ্যায় বেশি স্তর ব বয়সের চেয়ে, এরূপ বুঝাতে।

৩. কোন কিছু/ কোন ব্যক্তির গুণ বা গুরুত্ব বুঝাতে।

৪. উপরে বুঝাতে বা ধরা ছোয়ার বাইরে বুঝাতে।

1.The question above was easy.

The water came above our knees.

2. Present temperature is above average.

3. I give him mark above his expectation.

4. The sky is above our head.

 

after ১. কোনো কিছরু/ কোনো ব্যক্তির/ সময়ের পরে

কিছু ঘটা
২. কোন ব্যক্তির পিছনে ব তাকে অনুসরণ করা।

৩. কোনো ব্যক্তি/ বস্তুর পরবর্তী সংখ্যা

1.We shall leave this place after lunch.

2. Shut the door after you.

3. She is the tallest after Rini.

Among ১. কোনো কিছরু/ কোনো ব্যক্তির/ সময়ের পরে

কিছু ঘটা
২. কোন ব্যক্তির পিছনে ব তাকে অনুসরণ করা।

৩. কোনো ব্যক্তি/ বস্তুর পরবর্তী সংখ্যা

1.There is a house among trees.

2. The idea was common among the under 25s.

3. They divided the money among the children.

 

5. Before ১. কোন ব্যক্তি/ বস্তুর আগে।

২. কারো/ কোনো জিনিসের আগে যা দ্বারা অবস্থা নির্দেশ করে

৩। কোন কিছু কোন ব্যক্তির সামনে বুঝাতে অথাৎ বস্তুর গুরুত্ব নির্দেশ করে।

1.He came before lunch.

2. Your name is before mine.

3. The bow before the king.

4. The task before us is very important.

Behind ১. কোন ব্যক্তি/ বস্তুর পিছনে বুঝায়।

২. কোন ব্যক্তি/ বস্তুর চেয়ে ধীর অগ্রগতি- এরূপ বুঝাতে।

৩. সমর্থন বা অনুমোদন দেওয়া অর্থে।

৪.কোনো কিছু শুরু বা উন্নয়নের জন্য কেনো কাজ করার পিছনে, এরূপ বুঝাতে।

৫.কোনো কিছু করাার পিছনে যা তার ভালো/ মন্দের জন্য নির্দেশিত

1.We’re behind schedule.

2. Whatever Halim does, his family is right behind him.

3. He was the man behind the plan of founding the hospital.

4. She has ten years experience behind getting the job.

Between ১. দুটি ব্যক্তি/বস্তু/ প্রাণী/ সময়/ দেশ ইত্যাদিও মধ্যে কোনো কাজ ঘটলে। 1.Meet me between 2 p.m. and 3 p.m.

2. We fly between Rome and Paris twice daily.

 

of ১.পরিমাণ অর্থে
২. সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়
৩. বয়স/ গুণ নির্দেশ অর্থে
1.I bought one litter of oil.

2.Saiful is a student of BN School.

3. He is a man of good sense.

4. He is a girl of 16.

9. By ১. কোনো ব্যক্তি/ বস্তুর পাশে বুঝাতে
২. বাক্যটি ঢ়ধংংরাব ভড়ৎস এ ব্যবহৃত
৩. কোনো কিছু /ব্যক্তি/প্রাণী দ্বারা কোন কাজ সম্পন্ন হওয়া অর্থে।
৪. সুর্নিদিষ্ট সময় বুঝাতে, সময়ের পরে নয়।
৫. কোনো ব্যক্তি/ বস্তু অতিক্রম করে যাওয়া
৬. সুনির্দিষ্ট পরিবেশে/ মাধ্যমে কোনে কাজ করা।
৭. কেনো কিছুর পরিমাণ নির্দেশ করতে
৮. কোনো কিছু দ্বারা কোনো কিছুকে দেখানো।
৯. কোনো ব্যক্তি দ্বারা কোনো ব্যক্তিকে স্পর্শ করা বুঝালে।
১০. কোনো কাজের হার বুঝানো অর্থে।
১১. কোনো ব্যক্তির পেমা, জন্মস্থান ইত্যাদি বুঝাতে
১২. কারো নামে শপথ করা অর্থে
১৩. কোনো বস্তুর মাপ-পরিমাপ প্রকাশ করতে
১৪. গুণ করা/ ভাগ করা অর্থে
১৫. কথা প্রসঙ্গে।
১. কারো জন্য/ নিমিত্তে কোনো কাজ করা হলে
২. প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বুঝানো হলে।
৩. কেনো কিছুর পক্ষে কথা বলা অর্থে
৪. উদ্দেশ্য বুঝাতে
৫. কারণ হিসেবে বুঝানোর জন্য
৬. কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে
৭. কোনো কিছুর বিনিময়ে
৮. যা প্রত্যাশা করা যায় না কারো কাছ থেকে বয়স বিংবাা সুযোগের তুলনায়
৯. কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কেনো দিকের যাত্রা অর্থে
১০. কোনো অনির্দিষ্ট সময় ধরে বুঝাতে
১১. দূরত্ব বুঝাতে
1.The telephone is by the window.

2. He was knocked down by a bus.

3. He was knocked down by a bus.

4. Mother cooks by gas.

5. Can you finish the work by 5 p.m.?

6. We had to work by candle light.

7. The bullet missed by two inches.

8. It is two o’clock by my watch.

9. I took him by the hand.

10. They are improving day by day.

11. He is German by birth.

12. I swear by Allah.

13. The room is fifteen feet by twenty feet.

14. Six if multiplied by two equals 12.

15. By the by where are you going now?

For  

১. কারো জন্য/ নিমিত্তে কোনো কাজ করা হলে

২. প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বুঝানো হলে।

৩. কেনো কিছুর পক্ষে কথা বলা অর্থে

৪. উদ্দেশ্য বুঝাতে

৫. কারণ হিসেবে বুঝানোর জন্য

৬. কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে

৭. কোনো কিছুর বিনিময়ে

৮. যা প্রত্যাশা করা যায় না কারো কাছ থেকে বয়স বিংবাা সুযোগের তুলনায়

৯. কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কেনো দিকের যাত্রা অর্থে

১০. কোনো অনির্দিষ্ট সময় ধরে বুঝাতে

১১. দূরত্ব বুঝাতে

1.Here is a letter for you.

2.What can I do for you?

3. I am speaking foe everyone in this department.

4. Are you for the proposal?

5.She gave me a watch for my birthday.

6. He came to me for advice.

7. Copies are available for two dollars each.

8. He is tall for his age.

9. Is this bus for Chicago?

10. I am going away for a length of time.

11. This road went for miles after miles.

About ১.বিষয়ে/ সম্বন্ধে বুঝাতে
২. প্রায় বুঝাতে
৩. চারদিকে বুঝাতে
৪. উপলক্ষে বুঝাতে
1.I told you everything about this matter.

2.The train is about to start.

3.The news of his death spread all about.

4. I talked to him about the business.

Against ১. বিরুদ্ধে
২. পশে
৩. প্রতিকূলে
৪. সংস্থান
৫. স্থলে
1.He is against me.

2.He kept the bag against the wall.

3.He is swimming against the current.

4.We should save something against rainy day.

5. Fifty students passed against seventy.

 

On ১.উপরে
২. সম্বন্ধে
৩. কারণে
৪. নির্ভরশীলতা
৫. সময়
৬. অনুসারে
৭. অব্যবহিত পরে
৮. জোরে
1.The book is on the table.

2.He wrote an essay on Jute.

3.I congratulated him on his success.

4.The cow lives on grass.

5.He met me on Monday.

6.I acted on my teacher’s advice.

7.On hearing the news of his mother’s death, he went home.

8. He was released on the ground of his argument.

 

Uses of some Prepositions

Fill in the blanks with the preposition from the box.

1.Nahian is writing to his friend about tobacco. Choose the correct preposition from the box and fill in the gaps.

about into over to on in x 2 of

Dear Jowad,

Doctors tell us not (a) ——– smoke. But a lot (b) —— people smoke tobacco everyday. Long ago, no one (c) ——- Europe smoked. The tobacco plant was unknown there. It grew in America and Cristopher Columbus found it there. Later he retuned to Europe and told everyone (d) ——- tobacco. He said that American Indians often smoked it. The American Indians threw some tobacco leaves (e) ——– a fire. Then they put long tubes (f) —– their mouths. The other ends of tubes were (g) —— the fire. So, they were able to draw the smoke (h) ——- their mouth. No more today.

With best love to you.

Nahian

 

2.Mukul is writing to her friend about a famous philosopher called Socrates. Choose the correct preposition from the box and fill in the gaps.

to x 2 with in of x4

Dear Harun,

My today’s letter is about a renowned philosopher called Socrates. Socrates was born (a) —— poor working class parents probably (b) ——- the year 470 B. C. He had the usual education (c) —— the boys in those days, learning music, science, philosophy and gymnastics. As a young man, he served the army and fought in several battles (d) ——– great courage. When he left the army, some (e) ——- his friends wanted him to go to politics, but this he refused (f) ——do, for he felt that he had another mission in life. This mission was (g) —— unmask ignorance and encourage the truth up and down the streets (h) Athens, in the market places, in the houses of the rich and in the workshops of the poor.

With best love to you.

Your cordially,

Mukul

 

  1. Fahmi is writing to his friend about the king called Solomon. Choose the correct preposition from the box and fill in the gaps.
for x 2 by with to of over about

Hi Reza,

My today’s letter is about Solomon the king (a) ——- the Jews who was famous all (b) —— the world for his wealth and magnificence and specially (c) ——– his wisdom. The Queen of Sheba had heard much (d) ——- the grandeur of King Solomon’s court and the worldwide reputation of his learning and wisdom. Attracted (e) ——- such report, she came (f) ——- test the king. She brought (g) ——- her two garlands of flowers, one natural and the other artificial. Solomon was puzzled for a time. While pondering, he noticed some bees humming (h) ——— honey in a withered rose. The king easily solved the riddle.

Best regards,

Fahmi

 

 

 

 

  1. Rumana iswriting to her aunt thanking her for a birthday gift. Choose the correct preposition from the box.
on x 2 for x 2 of to x 2 with above

My Dear Aunt,

Expect you are hale and hearty by the grace of Allah. And I also expect you are doing well (a) ———- all in your family. I’m grateful that you sent a precious gift (b) —— me on my birthday. Almost all of our relatives and friends visited our house (c) ——– the occasion. But you failed to visit because you could not make time. The valuable gold chain that you have sent me is really a valuable gift (d) ——- me. (e) ——- all the gifts received (f) ——- that occasion, yours was by far the best. I have nothing but my respectful thanks (g) ——- offer you (h) ——– this splendid present. My best regards to uncle and love to Mania.

Your loving niece

Rumana

 

  1. Albi is writing to his friend about the friendly football match. Choose the correct preposition from the box and fill in the gaps.
within in x 2 of before for after into

Dear Amini,

Today I’m writing you this letter (a) ——- a special purpose. Last week I witnessed a very exciting football match and now I am describing it below.

Our school team and Govt. Boys’ School played a friendly football match. (b) —– the beginning, the competition was a bit boring. But soon it turned (c) —— a strong flight. Walee of Govt. Boys’ School suddenly scored a goal and (d) —— a short time they got a penalty shot. Thus, they scored 2 goals before the break. (e) ——- the second half, our school team made stronger attack. (f) —– 20 minutes Sami and Jawad of our school team made it level.But just (g) —— the last whistle (h) ——- the referee, Abir got a penalty shot and scored the victorious goal.

No more today.

Takecare,

Yours truly

Abir.

 

  1. Nilu is writing to her foreign friend about the Flowers of Bangladesh. Choose the correct preposition from the box and fill in the gaps.
on x2 of from among to up about

Hi Ama,

You have wanted to know (a) ——- the flowers of Bangladesh. Here is a description of the flowers.

Many kinds (b) —— flowers grow in our country. (c) ——– them the marigold, the gardenia, the jasmine, the china-rose, the tuberose, the lotus, the water-lily, the sunflower etc. are some of the remarkable flowers. Some flowers grow (d) ——- large trees. Some flowers grow (e) ——- water. The sunflower is a very large flower. Its seeds are crushed (f) ——– produce edible oil. It is so called because it looks (g) ——– to the sun and turns its face as the sun moves (h) —— east to west.

Flowers are symbol of beauty and purity. So, please love flowers.

Yours ever,

Nilu