GRAMMAR

Capitalization & Punctuation Rules in Bengali

Capitalization & Punctuation 

All the punctuation marks:

  1. Full stop (.)
  2. Note Interrogation (?)
  3. Note of exclamation (!)
  4. Comma (,)
  5. Inverted comma (“”)
  6. Colon (:)
  7. Apostrophe (’)
  8. Hyphen (-)
  9. Semi colon (;)
  10. Dash (—)
  11. Bracket [{( )}]

Capitalization এর নিয়মঃ

১। প্রত্যেক sentence এর প্রথম word টি capital letter দিয়ে শুরু হয়। যেমনঃ He is a good student.

২। কোনো ব্যক্তি এবং স্থান ( গ্রাম, থানা, জেলা, দেশ ইত্যাদি) এর প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ My name is Rahim. I live in Mirpur, Dhaka, Bangladesh.

৩। “আমি” অর্থ বোঝাতে I সব সময় capital letter হয়। যেমনঃ If he wants, I shall help him.

৪। উপাধি এর প্রথম অক্ষর সব সময় capital letter হয়। যেমনঃ Mr. Karim is our Headmaster.

৫। Abbreviation সব সময় capital letter দিয়ে লিখতে হয়। যেমনঃ M.A, B.A, U.S.A, BSc

৬। চিঠিপত্রের সম্বোধনে capital letter ব্যাহার করা হয়। যেমনঃ My dear Mother, Dear Sir.

৭। বই-পুস্তক, ধর্মগ্রন্থ এবং সংবাদ পত্রের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The Quran, The Daily Star.

৮। শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসায়, সমিতি প্রভৃতির নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ Dhaka City College. Mosque, Temple etc.

৯। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলোর প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ Bengali, English, Mathematics etc.

১০। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The Titanic, the Tajmahal, Mohanagar Express.

১১। জাতি, ধর্ম সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The Muslim, the Cristian, The Sunni.

১২। আল্লাহ তাআলার (God) নাম বাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত Pronoun এর প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The old sailor prayed to God and He blessed him.

১৩। বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ My father came home on Monday last. Our Annual Examination will be held on next November. The Battle of Palasey took place in 1757 A.D.

১৪। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ
The music in my heart I bore.
Long after it was heard no more.

১৫। দিক এর (North, South, East, West) প্রথম অক্ষর small letter হয়, কিন্তু দিক যখন ভৌগোলিক অঞ্চল/অবস্থান বোঝায় তখন তাদের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The sun rises in the east কিন্তু He spent his whole life in the East.

Punctuation সঠিক করতে নিচের নিয়ম গুলো অবশ্যই খেয়াল করতে হবে।

  1. Reporting verbএর পরে that থাকলে Inverted comma বসে না। আর that না থাকলে Inverted comma বসে।
  2. Repliedএর পরে that থাকলে Inverted comma বসে না। আর that না থাকলে Inverted comma বসে।
  3. Askedএর পরে If থাকলে Inverted comma বসে না। আর If না থাকলে Inverted comma বসে।
  4. WH Wordsএর পরে Subject থাকলে Inverted comma বসে না। আর WH Words এর পরে Auxiliary verb থাকলে Inverted comma বসে।
  5. Said/Said to এর পরে that থাকলে Inverted comma বসে না। আর that না থাকলে Inverted comma বসে।
  6. Sir, yes, noইত্যাদি এর পরে কমা বসে।

Punctuation এর নিয়মঃ

Full Stop এর ব্যবহারঃ

  1. Assertive Sentenceঅর্থাৎ যে Sentence Subject দ্বারা শুরু হয় তার শেষে Full stop বসে।

যেমন:

  1. i) We play cricket.
  2. ii) He learns English.
  3. Imperative sentenceঅর্থাৎ যে sentence verb/adverb+verb /Do not বা Don’t/Let দ্বারা শুরু হয় তার শেষে Full stop বসে।

যেমন:

  1. i) Help the poor.
  2. ii) Please give me a glass of water.
  3. Optative Sentenceঅর্থাৎ যে Sentence may/long live দ্বারা শুরু হয় তার শেষে Full stop বসে।

যেমন:

  1. i) May Allah help you.
  2. ii) Long live our Prime Minister.
  3. Abbreviationবা কোন word এর সংক্ষিপ্ত রূপের পর Full stop বসে।

যেমন:

  1. C. S. D. C.T. N. O. A. D.C. A. M. P. M.

Comma এর ব্যবহারঃ

  1. একই ধরণেরParts of speech দুই এর অধিক পাশাপাশি বসলে প্রথমটির পর হতে শুরু করে শেষ দুটির পূর্ব পর্যন্ত কমা বসে এবং শেষের টির পূর্বে and বসে।
  2. i) He has written many novels, dramas, short stories, poems and proses.
  3. ii) Akash is meritorious, handsome, smart, honest, polite and gentle.
  4. কোনConjunction দুটি Sentence এর প্রথমে বসলে মাঝে comma বসে।

যেমন:

  1. i) If you read more, you will know more.
  2. ii) Though the man is poor, he is honest.
  3. Reporting verbএর পরে comma বসে।

যেমন:

  1. i) He said to me, “You have done it.”
  2. ii) She said, “You will not go home.”
  3. Appositive Subjectএর সাথে থাকলে ঐ Appositive এর পূর্বে ও পরে Comma বসে।

যেমন:

  1. i) Mr. Salam, principal of Khulna College, is a very rough man.
  2. ii) Mr. Rakib, manager of Sonali Bank, is a very honest man.
  3. Appositive objectএর সাথে থাকলে ঐ Appositive এর পূর্বে Comma ও পরে Full stop বসে।

যেমন:

  1. i) I know Mr. Sujon, Chairman of Kapilmuni Union Parisad.
  2. ii) I have read Shakespeare, a famous dramatist of of the world.

N.B: Appositiveযে সকল word কোন Noun বা Pronoun এর পরে বসে পূর্ববর্তী Noun বা Pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Appositive বলে।

  1. Gerundবা Participle অংশের শেষে comma বসে।

যেমন:

  1. i) Running fast, he got the prize.
  2. ii) By learning English, you will get a good job.
  3. তারিখ,মাস ও সাল এক সাথে লিখলে তারিখ ও মাসের পরে বা সালের পূর্বে Comma বসে। আর সালের পরে Full Stop বসে।

যেমন:

       i) I will return home on 25th July, 2023.

ii) He came back on 15th June, 2018.

  1. Therefore, On the whole, For instance, For example, However, By the way, In fine, Indeed, in fact, In conclusion, Consequently, In the same time, Yet, Still, Otherwise, So, As a result, ইত্যাদি এর পরে Comma বসে।

যেমন:

  1. i) In fact, dowry is a social curse.
  2. ii) Indeed, you are an honest man.
  3. বাক্যের প্রথমেAdverbial clause থাকলে তারপরে comma বসে।

If you read more, you will pass the exam.

Because of his honesty, he was praised by all.

  1. একইWord and দ্বারা যুক্ত না করে পুনরুক্ত করতে চাইলে প্রথমে comma বসাতে হয়।

What is lost, lost it will never come back.

প্রশ্নবোধক চিহ্ন (note of interrogation) এর ব্যবহারঃ

  1. কোনSentence এর Subject এর পূর্বে সাহায্যকারী verb থাকলে ঐ Sentence এর শেষে Note of interrogation অর্থাৎ প্রশ্ন বোধক চিহ্ন (?) বসে।

যেমন:

  1. i) Have you done the work?
  2. ii) Did you send him the message?
  3. কোন Sentence WH Words দ্বারা শুরু হলে এবং তার পরে সাহায্যকারী verb+Sub থাকলে ঐ Sentence এর শেষে Note of interrogation অর্থাৎ প্রশ্ন বোধক চিহ্ন (?) বসে।

যেমন:

  1. i) Why have done the work?
  2. ii) What did you do?

Inverted Comma এর ব্যবহারঃ
১। Reported Speech এর পূর্বে ও পরে Inverted Comma বসে। যেমনঃ “Are you hungry?” said the man.
২। কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে Inverted Comma ব্যবহার করা হয়। যেমনঃ “Hamlet” is written by William Shakespeare.

বিস্ময়সূচক চিহ্ন (Note of Exclamation) এর ব্যবহারঃ

  1. 1.কোনSentence “What” দ্বারা শুরু হলে এবং What এর পরে a/an থাকলে ঐ sentence এর শেষে Note of exclamation বা বিষ্ময় সূচক চিহ্ন বসে।

যেমন:

  1. i) What a big river the Padma is!
  2. ii) What an idiot you are!
  3. কোনSentence “How” শুরু হলে এবং How এর পরে adjective থাকলে ঐ Sentence এর শেষে Note of exclamation বা বিস্ময় সূচক চিহ্ন (!) বসে।

যেমন:

  1. i) How talkative she was!
  2. ii) How interesting the poem is!
  3. Hurrah, Alas, Oh, Ah, Bravo, Fie Fieইত্যাদি দ্বারা শুরু Sentence এ এই শব্দ গুলির পরে Note of exclamation বা বিস্ময় সূচক চিহ্ন (!) বসে। আর এই শব্দ গুলির পরে যে Sentence টি থাকে ঐ Sentence টির শেষে Full stop বসে।

যেমন:

  1. i) Hurrah! We have won the game.
  2. ii) Alas! Her father has died.
  3. If /Would that/Hadদ্বারা কোন Simple Sentence শুরু হলে ঐ Sentence এর শেষে Note of exclamation বা বিস্ময় সুচক চিহ্ন (!) বসে।

যেমন:

  1. i) If I were a child again!
  2. ii) Had I the wings of a bird!
  1. Reported speechএর পূর্বে ও পরে Inverted comma বসে।

যেমন:

  1. i) He said to me, “When will you come?”
  2. ii) He said, “Let us settle the dispute.”
  3. কোন নাম বা শব্দ উদ্ধৃত করতেInverted Comma বসে।

যেমন:

  1. i) “King Lear” is written by Shakespeare.
  2. ii) “Hamlet” is a famous drama of Shakespeare.

Uses of colon (:)

  1. Dialogueবা Grammar এর বক্তার নামের পরে colon বসে।

 যেমন:

  1. i) Sujon: How are you?
  2. ii) Bijon: I’m fine.
  3. কোটেশন শুরু করার পূর্বেColon বসে।

যেমন:

  1. i) As Shakespeare writes: To be or not to be that is the question.
  2. ii) As Keats says: Beauty is truth, truth is beauty.
  3. For example, as follows, such asএবং the following এর পরে Colon বসে।

যেমন:

  1. i) For example: Dhaka is the capital of Bangladesh.
  2. ii) As follows: Koyra is my birth place.
  3. সময় লেখার ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের মাঝেColon বসে।

যেমন:

  1. i) 9:30 a.m.
  2. ii) 10:15 p.m.

Rules of apostrophe (‘)

  1. কোন নাম কেpossessive Case করতে apostrophe বসে।

যেমন:

  1. i) Sabina’s pen is very costly.
  2. ii) I took salma’s mobile phone.
  3. কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্হানেapostrophe বসে।

যেমন:

  1. i) What’ve you done?
  2. i) I’d go there.

Rules of hyphen (-)

  1. Compound Wordএর মাঝে Hyphen ব্যবহৃত হয়।

যেমন:

  1. i) Half-hearted.
  2. ii) Sister-in laws.
  3. 2.কোনPrefix বা নামের Compound তৈরী করতে Hyphen ব্যবহৃত হয় ৷

যেমন:

  1. i) Pre-test examination.
  2. ii) Pro-European.
  3. Compoundসংখ্যা গুলোকে কথায় লিখতে Hyphen ব্যবহৃত হয়।

যেমন:

  1. i) Fifty-five.
  2. ii) Forty-three.
  3. British Englishএ একই Vowel দিয়ে শেষ হওয়া কোন Prefix কে ঐ Vowel দিয়ে আরম্ভ হওয়া কোন Word আলাদা করতে Hyphen ব্যবহৃত হয় ৷

যেমন:

  1. i) Co-operative.
  2. ii) Pre-eminent.
  3. লাইন অতিক্রম করার সময় কোনWord কে ভেঙ্গে যদি বাকী অংশ পরবর্তী লাইনে লিখতে হয় তবে প্রথম লাইনের ভগ্নাংশের পর Hyphen ব্যবহৃত হয় ৷