JSC Unit: 7; Lesson-2(A); The Ama Drivers 1
Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters.
বিংশ শতাব্দীর শুরুর পূর্বে মুক্তা-ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হতো।
These oyster were collected from the bottom of the ocean, lake or river.
এসব ঝিনুক সংগ্রহ করা হতো সমুদ্র, হ্রদ কিংবা নদীর তলদেশ থেকে।
To get enough pearl oysters, free-divers were often forced to descend to the depth of more than 100 feet in one breath.
পর্যাপ্ত পরিমানে মুক্তা ঝিনুক পাওয়ার জন্য মুক্ত ডুবুরীদেরকে এক নিশ্বাসে ১০০ ফুটের অধিক গভীরে অবতরণ করতে বাধ্য করা হতো।
Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as rare.
পানিতে ডুব দেওয়া কঠিন হওয়ার কারণে সে সময়ে মুক্তা ছিল ভিন্ন গুণের এবং তা ছিল অতি দুর্লভ।
In Asia some pearl oysters could be found on shoals at a depth of 5-7 feet from the surface.
এশিয়ায় সাগর পাড়ের বালুর চরে সমুদ্র পৃষ্ঠের ৫-৭ ফুট গভীরে কিছু কিছু মুক্তা ঝিনুক পাওয়া যেত।
At times the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters.
কখনো কখনো পর্যাপ্ত পরিমাণে মুক্তা-ঝিনুক পাওয়ার জন্য ডুবুরিদেরকে ৪০ ফুট কিংবা এমনকি ১২৫ ফুট পর্যন্ত গভীরে যেতে হতো।
These deep dives were extremely hazardous to the divers.
এত গভীরে ডুব দিয়ে যাওয়া ডুবুরিদের জন্য ছিল মারাত্মক ঝুকিঁপূর্ণ।
English | বাংলা |
Vocabulary
01. Rare (adj) 02. Descend (v) 03. Hazardous (adj) 04. Diver (n) 05. Oyster (n) 06. Obtain (n) 07. Enough (adj) 08. Surface (n) 09. Extremly (adv) |
শব্দ সমাহার
০১. বিরল ০২. নিচের দিকে যাওয়া, নিন্মমুখে গমন করা ০৩. বিপদসংকুল ০৪. ডুবুরি ০৫. ঝিনুক ০৬. অর্জন করা ০৭. যথেষ্ট, পর্যাপ্ত ০৮. যে কোন বস্তুর বহিভার্গ বা উপরিভাগ ০৯. অত্যাধিক
|