JSC Unit: 9; Lesson: 1(B); The Wheel
Human beings have invented many important things so far. They have brought great civilization to the world through these inventions.
মানুষ এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিস্কার করেছে। এসব আবিস্কারের মধ্য দিয়ে তারা পৃথিবীতে বিরাট সভ্যতা সৃষ্টি করেছে।
Do you know which invention is the greatest? Is is ‘the wheel.”
তোমরা কি জানো কোন আবিস্কার সবচেয়ে বড়ো? এটি হলো ‘চাকা’।
A wheel is a circular object. It can rotate around its axis and help easy movement of things across a surface.
চাকা হলো গোলাকার বস্তু। এটি এর অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে এবং ভূপৃষ্ঠ দিয়ে জিনিসসমূহের চলাচলাকে সাহায্য করে।
The wheels are, in fact, everywhere. They are on our cars, trains, planes, wagons and so on. Besides, they are on most factory and farm equipment.
মূলত চাকা সবখানেই আছে। আমাদের গাড়ি, রেলগাড়ি, বিমান, মালগাড়ি প্রভৃতি এগুলো (চাকা) আছে। তাছাড়া অধিকাংশ কারখানা ও কৃষি সরঞ্জামাদিতে চাকা রয়েছে।
Fans, propellers, turbines are also other types of wheels.
পাখা, যন্ত্রচালিত যানবাহন, টারবাইনগুলোও অন্য ধরনের চাকা।
So the wheel is very important. We cannot imagine modern life without wheels. But do we know exactly who made the first wheel?
তাই চাকা খুবই গুরুত্বপূর্ণ। চাকা ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু আমরা সঠিকভাবে জানি কে প্রথম চাকাটি তৈরি করেছিলেন?
English | বাংলা |
Vocabulary
01. Human beings (n phr) 02. Invent (v) 03. Important (adj) 04. Civilization (n) 05. Invention (n) 06. Greatest (adj) 07. Circular (adj) 08. Rotate (v) 09. Axis (n) 10. Across (pre) 11. Wagon (n) 12. Propellers (n) 13. Equipment (n) 14. Turbine (n) 15. Imagine (v) |
শব্দ সমাহার
০১. মনুষ্যপ্রানী, মানুষ ০২. আবিস্কার করা ০৩. গুরুত্বপূর্ণ ০৪. সভ্যতা ০৫. আবিস্কার ০৬. সবচেয়ে বড়ো, বৃহত্তম ০৭. গোলাকার ০৮. ঘোরা, ঘোরানো ০৯. অক্ষ ১০. আড়াআড়িভাবে ১১. মালটানা গাড়ি ১২. প্রচালিকা ১৩. সরঞ্জাম ১৪. জল, বায়ু বা বাষ্পচালিত চাকা ১৫. কল্পনা করা |